ডেন্টাল টেকনোলজিস্টদের প্রাইভেট প্র্যাকটিস এর জন্য রেজিস্ট্রেশন দেওয়া যেতে পারে এই মর্মে স্বাস্থ্য অধিদপ্তরের করা সুপারিশের প্রতিবাদে সারা দেশের ডেন্টাল সার্জনদেরকে নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর ঘেরাও করে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি।
বৃহস্পতিবার সকালে আয়োজিত এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সভাপতি ডাঃ আবুল কাসেম,মহাসচিব ডাঃ হুমায়ুন কবির বুলবুল সহ ডেন্টাল সোসাইটির আরো অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা এই অশুভ চক্রান্তের প্রতিবাদ জানিয়ে বলেন,১৬ কোটি মানুষকে স্বাস্থ্য ঝুকিতে ফেলে দেওয়া এমন সুপারিশ স্বাস্থ্য অধিদপ্তর কি করে করতে পারে তা আমাদের বোধগম্য নয়,এ সুপারিশ কোন ভাবেই মেনে নেওয়া যায়না,জনসাধারনের স্বাস্থ্য ঝুকি বিবেচনায় বাংলাদেশের সকল ডেন্টাল সার্জনদের পক্ষ থেকে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
এ সময় বক্তারা আরো বলেন, ডেন্টাল টেকনোলজিস্টরা/বিএসসি ইন ডেন্টাল ডিপ্লোমাধারীরা নিজেদরকে ডেন্টিস্ট পরিচয় দিয়ে সাইনবোর্ড লাগিয়ে দন্ত চিকিৎসার নামে সাধারন জনগনকে ভুল চিকিৎসা দিয়ে সাধারন মানুষের সরলতার সুযোগ নিয়ে হাতিয়ে নিচ্ছে আপনার কস্টের উপার্জনের টাকা আর হুমকির মুখে ঠেলে দিচ্ছে পুরো জাতিকে ,যা কোন ভাবেই কাম্য নয়।তারা শুধুমাত্র ডেন্টিস্টদের সহকারী হিসাবেই কাজ করার অনুমুতি পেয়েছে(যেমন: suction ধরা- মেটেরিয়াল প্রস্তুত করা-ডেন্টাল ল্যাবের কিছু কাজ করা)। রোগীর মুখে-দাঁতে কোনোভাবেই তারা চিকিৎসা করতে পারেনা। স্পষ্ট বাংলায় যদি বলা হয়, তাহলে তারা "কোয়াক বা হাতুরি ডাক্তার"। এদেশের সচেতন নাগরিক হিসাবে দেশ ও দেশের মানুষের স্বাস্থ্যঝুকির কথা চিন্তা করে সকল ডেন্টিস্ট ঐক্যবদ্ব ভাবে ডেন্টাল প্রফেশনকে এই কলঙ্কের হাত থেকে রক্ষা করে কোয়াক মুক্ত সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইনিভাবে তাদের এই অপ-প্রচেস্টাকে আমরা রুখে দিব।
উল্লেখ্য যে,ডেন্টাল টেকনোলজিস্টদের প্রাইভেট প্র্যাকটিস এর অনুমতি চেয়ে হাইকোর্টে করা রিটের আবেদনে,তাদেরকে প্রাইভেট প্র্যাকটিস এর জন্য রেজিস্ট্রেশন দেওয়া যেতে পারে এই মর্মে সুপারিশ করে স্বাস্থ্য অধিদপ্তর।