তারকারা ব্যক্তিগত জীবনে সাধারণ মানুষের মতোই। তাদেরও আছে অনেক বদভ্যাস। যেমন বলিউড অভিনেতা শহীদ কাপুর। তিনি নাকি বড্ড বেশি ঢেকুর তোলেন। যা খুবই বিরক্তিকর লাগে তার স্ত্রী মিরা রাজপুতের। রিয়েলিটি শো 'কফি উইথ করণ'-এ এমন তথ্য দিয়েছেন মীরা নিজেই।
মীরা যখন স্বামীর ব্যক্তিগত তথ্য ফাঁস করেছেন তখন শহীদ-ই বাদ যাবেন কেন? তিনি শো উপস্থাপক করণ জোহরকে জানিয়েছেন, তার স্ত্রীর মীরার বয়ফ্রেন্ডের সংখ্যা অনেক। বিয়ের এতদিন পেরিয়ে গেলেও তিনি নাকি এখনো গুনেই শেষ করতে পারেননি!
মীরাকে বিয়ের আগে হৃষিতা ভাট, কারিনা কাপুর, অমৃতা রাও, বিদ্যা বালান, সানিয়া মির্জা, প্রিয়াঙ্কা চোপড়াসহ অনেকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন শাহিদ কাপুর। তিনি জানিয়েছেন, তার মতো মীরাও অনেক সম্পর্কে জড়িয়েছেন।
অনেকের সঙ্গে সম্পর্কে জড়ালেও শহীদের প্রাক্তন প্রেমিকা কারিনা কাপুরকে নিয়ে এখনো আলোচনা চলে। তবে কারিনাকে নিয়ে মীরার নাকি কোনও সমস্যা নেই। তিনি নিজেই এমনটা জানিয়েছেন। শাহিদ-করিনা অভিনীত 'জব উই মেট'ই নাকি মীরার প্রিয় ছবি!
কথায় আছে, চকচক করলেই সোনা হয় না। এই প্রবাদটি মনে হয় গ্ল্যামার দুনিয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রযোজ্য। বিনোদন জগতের সেরা হলিউড দুনিয়া বাইরে দিয়ে যতোই উজ্জ্বলতা ছড়াক না কেনো, ভেতরে ঠিক ততোটাই অন্ধকার। খ্যাতিমান অনেক হলিউড তারকার জীবনের রয়েছে গোপন অতীত। হলিউড তারকাদের বিব্রতকর এমনই কিছু ব্যক্তি জীবনের তথ্য তুলে ধারা হলো:
মেগ্যান ফক্স-
হলিউডের জনপ্রিয় অভিনেত্রী মেগ্যান ফক্সকে বাইরে দিয়ে যতোই পরিষ্কার এবং পরিপাটি মনে হোক না কেনো, তাঁর বিরক্তিকর টয়লেট অভ্যাসে তিতিবিরক্ত কাছের মানুষেরা। মেগ্যানের বন্ধুদের বরাত দিয়ে ব্রিটেনের মিরর জানায়, অভিনেত্রী নাকি বেশিরভাগ সময়ই টয়লেট ব্যবহার করে ফ্ল্যাশ করতে ভুলে যান। এমনকি শুধু নিজের বাড়িতে নয়, কোথাও বেড়াতে গেলেও তিনি এই কাজটি করেন। মেগ্যানের কাছের এক বন্ধু ভাষায়, ‘ওর সঙ্গে বাস করা যায় না। সে খুবই নোংরা।’ এই অভ্যাসের কারণে বন্ধু মহলে অবশ্য কম খোঁটা শুনতে হয় না মেগ্যানকে। কিন্তু কি আর করা যাবে, যার যা অভ্যাস।
ব্রাড পিট-
খ্যাতিমান অভিনেতা এবং হলিউড দুনিয়ার অন্যতম সেরা ধনী ব্রাড পিট প্রথম জীবনে কিসের কাজ করেতেন জানেন? উত্তরটা শুনলে হয়তো আপনি ভেসে যেতে পারেন। ব্রাড পিট প্রথম জীবনে একটি রেস্তোরার সামনে মুরগির পোশাক পড়ে দাঁড়িয়ে থাকতেন। তাঁর কাজ ছিল রেস্তোরায় আসা ব্যক্তিদের সঙ্গে হাত মেলানো এবং তাদের বিনোদিত করা। বর্তমানে যুক্তরাষ্ট্রের বিনোদন জগতের সবচেয়ে প্রভাবশালী এবং শক্তিশালী ব্যক্তিত্ব ব্রাড। এমনকি অনেক মিডিয়া তো ব্রাডকে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ব্যক্তিত্ব বলেই মনে করে।
শার্লিজ থ্রন-
এক সূত্রে জানা যায়, শার্লিজ থ্রন তাঁর জীবনের কালো এই অধ্যায় সম্পর্কে বিশেষ আলোচনা পছন্দ করেন না। শুধুমাত্র খুব ঘনিষ্ঠদের সঙ্গে তিনি এই বিষয়ে কথা বলেন। এই অধ্যায়ের কথা জানা যায় ২০০৪ সালে। শার্লিজের বয়স যখন মাত্র ১৫ বছর সেই সময়ে তাঁর মা, তাঁর মদ্যপ বাবাকে হত্যা করে। বাদানুবাদের এক পর্যায়ে শার্লিজের মা গ্রার্ডা তাঁর বাবাকে গুলি করে বসেন। যদিও এই বিষয়ে গ্রার্ডার বিরুদ্ধে কখনোই অভিযোগ দায়ের করা হয়নি। কিন্তু এরপরেও এই বিষয়ে জনসম্মুখে মুখ খুলতে নারাজ শার্লিজ।
টবে ম্যাগিউরি-
‘স্পাইডারম্যান’ খ্যাত টবে ম্যাগিউরির জনপ্রিয়তা সারা বিশ্বে। কিন্তু তাঁর ব্যক্তি জীবনেও রয়েছে কালো এক অধ্যায়। সূত্রে জানা যায়, ম্যাগিউরির বাবা একজন সাজাপ্রাপ্ত ব্যাংক ডাকাত। ১৯৯৩ সালে নিজ শহরে ব্যাংক ডাকাতি করে দুবছর কারাভোগ করেছেন তাঁর বাবা। সাজাভোগের পর অবশ্য বাবাকে ক্ষমা করে দিয়েছেন ম্যাগিউরি। ১৯৯৩ সাল থেকেই ম্যাগিউরি তাঁর শহরের পরিচিত মুখ।
ভালোবাসার টানে নগর পাড়ি জমানো নতুন কোন ঘটনা নয়। প্রিয়তমাকে হাঁটু ভাজে প্রেম নিবেদন যেন চিরাচরিত বিষয়। তবে প্রেমের প্রস্তাব দিয়ে প্রেমিকাকে অবাক করে দেওয়া, ভেতরে জমে থাকা প্রেমকে যেন আরো উসকে দেয়।
যেমন ধরুন, অঝোরে কাঁদতে কাঁদতে যদি কোন প্রেমিক বলে- চলো বিয়ে করে ফেলি। প্রস্তাবটি বোধয় বেশি আবেগী। কিন্তু বলিউডের অনেক তারকা অভিনেতা রয়েছেন যারা তার প্রিয়তমাকে বাস্তব জীবনে এভাবেই প্রেম নিবেদন করেছেন। বলিউড তারকাদের এমনই কিছু প্রেম নিবেদনের ঘটনা নিয়ে সাজানো হয়েছে এ প্রতিবেদন।
শাহরুখ খান-গৌরী খান
শাহরুখের সঙ্গে যখন ডেট করতেন গৌরী তখন তিনি নিতান্তই কিশোরী। সম্পর্ক ভালোই চলছিল। কিন্তু শাহরুখ ধীরে ধীরে গৌরীর উপর পজ়েসিভ হয়ে পড়েন। গৌরী সে সব সহ্য করেননি। ব্রেক আপ হয় তাদের। একটি জন্মদিনের পার্টির পর মুম্বাই চলে আসেন গৌরী। শাহরুখও তাকে খুঁজতে মুম্বাই আসেন।
একদিন সি বিচে দেখা হয় তাদের। দু’জন দু’জনকে দেখে অঝোরে কাঁদতে থাকেন। বুঝতে পারেন, একে অপরকে ছাড়া থাকতে পারবেন না তারা। শাহরুখ তখন কাঁদতে কাঁদতেই গৌরীকে প্রপোজ় করেন। গৌরীও মানা করতে পারেননি। তারপর ১৯৯১ সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
আরবাজ খান-মালাইকা আরোরা খান
আরবাজের সঙ্গে মালাইকার দেখা হয় একটি কফির বিজ্ঞাপনে। সেখান থেকেই বন্ধুত্ব, প্রেম। মালাইকা যখন বুঝেছেন- তিনি তার মিস্টার রাইটকে খুঁজে পেয়েছেন, তখন এক মুহূর্ত অপেক্ষা করেননি। পাঁচ বছর ডেট করেন তারা। তারপর এক নিউ ইয়ারের রাতে মালাইকা আরবাজ়কে বলেন, ‘আমার মনে হয় সম্পর্কটাকে এবার পরবর্তী ধাপে নিয়ে যাওয়া উচিত। তুমি কি আমার সঙ্গে সেই রাস্তায় চলবে?’ আরবাজ়ের উত্তর ছিল, ‘সময় আর জায়গা ঠিক কর।’ আর তারপর ১৯৯৮ সালে বিয়ে করেনেএ জুটি।
অভিষেক বচ্চন-ঐশ্বরিয়া রাই বচ্চন
কুছ না কহোর সেটে ঐশ্বরিয়ার প্রেমে পড়েন অভিষেক। গুরুর সেটে দু’জনেই অনুভব করেন, তারা প্রেমে পড়েছেন। নিউ ইয়র্কে তখন শুটিং চলছে- একদিন হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়েছিলেন অভিষেক। সেখানে দাঁড়িয়েই তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন, যদি আমি ওর সঙ্গে থাকতে পারতাম, যদি বিয়ে করতে পারতাম!’ গুরুর প্রিমিয়ারে আবার তারা নিউ ইয়র্কে যান। সেই একই ব্যালকনিতে ঐশ্বরিয়াকে নিয়ে যান তিনি। তখন অভিষেক জিজ্ঞাসা করেন, ‘আমাকে বিয়ে করবে?’ তার পরের বছরই (২০০৭ সালে) বিয়ে করেন এ জুটি।
হৃতিক রোশান-সুজান খান
যখন তার ১২ বছর। তখন থেকেই সুজানের উপর ক্রাশ ছিল হৃতিকের। তার কয়েক বছর পর ডেটিং করতে শুরু করেন তারা। তবে বিয়ের প্রপোজ়াল হৃতিক দিয়েছিলেন একেবারে ফিল্মি কায়দায়। একদিন তারা কফি খেতে গিয়েছিলেন। সেখানে সুজান যে কাপে কফি খাচ্ছিলেন, তার মধ্যে আংটি ফেলে দেন হৃতিক। আর তারপর ২০০০ সালে বিয়ে করেন তারা।
ফারদিন খান-নাতাশা মাধবনি
ছোটবেলা থেকে একে অপরকে পছন্দ করতেন ফারদিন খান আর নাতাশা মাধবনি। তারা ডেট করতেন। কিন্তু যখন বিয়ের প্রসঙ্গ আসে তখন ফারদিন খান ইউনিক পথ বেছে নিয়েছিলেন। হাঁটু গেড়ে বসে, আংটি দিয়ে নয়। ফারদিন নাতাশাকে প্রপোজ করেছিলেন আকাশ পথে। বিমানে তারা লন্ডন থেকে আমেরিকা যাচ্ছিলেন। সেই বিমানেই তিনি প্রপোজ করেন। ২০০৫ সালে তারা বিয়ে করেন।
‘পাপা চিক চিক’ শিরোনামের নতুন একটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন নায়লা নাঈম। এতে তার সঙ্গে আছেন সঙ্গীতশিল্পী এইচ এম রানা।
৩১ ডিসেম্বর প্রকাশ করা হবে এই ভিডিওটি। এটি পরিচালনা করছেন চলচ্চিত্র পরিচালক আশিকুর রাহমান।
গানের কথা ও সুর করেছেন এইচ. এম. রানা নিজেই। ব্যয়বহুল এ মিউজিক ভিডিও সবাইকে মাতিয়ে রাখবে বলে প্রত্যাশা তার।
সম্প্রতি প্রিয়াঙ্কার মাতলামিতে 'সোশ্যাল মিডিয়ায়' উত্তাল ভাব বিরাজ করছে। পার্টিতে লোকজনের সামনে বির্তকিত এক কান্ড ঘটালেন বলিউডের এই হট নায়িকা।
একদিকে মাতাল প্রিয়াঙ্কার, তার উপরে সদ্য ভেঙেছে সম্পর্ক! এ রকম একটা অবস্থায় এতো সুপুরুষদের মাঝখানে এমন কাণ্ড ঘটালেন প্রিয়াঙ্কা চোপড়া!
জানা যায়, শুরুটা করলেন তিনি কান্নাকাটি দিয়ে। প্রিয় বান্ধবী সুপারউওম্যান ওরফে লিলি সিংয়ের কাছে। একের পর এক পাত্র শেষ করেন আর কেঁদে চলেন নায়িকা! অবস্থা সামাল দিতে শেষে হাল ধরতে হল সুপারউওম্যানকেই!
তবে কী করে প্রিয়াঙ্কাকে থামালেন বান্ধবী? আসলে প্রিয়াঙ্কাকে তিনি থামাতে পারেননি। হৃদয়ভাঙা মাতালকে সামলানো চাট্টিখানি কথা নয়। তার উপর আবার চারপাশে সুপুরুষদের দেখে তাদের দিকে যেতে চাইছেন প্রিয়াঙ্কা! মাতাল প্রিয়াঙ্কার সেই ভিডিও দেখে বাকিটুকু বুঝে নিন-
মডেল-অভিনেত্রী নাফিসা কামাল ঝুমুর পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। স্বামী সৈয়দ আসিফ হোসাইন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক।
ঝুমুরের ভক্ত আসিফ। ফেসবুকের মাধ্যমে দুই জনের পরিচয় হয়। প্রেম করার পর বিয়ের সিদ্ধান্ত নিলেও দুই পরিবারের কোনো আপত্তি ছিল না। তাই পারিবারিকভাবেই বিবাহ সম্পন্ন হয়েছে।
বুধবার গায়ে হলুদের আয়োজন করা হয়। বৃহস্পতিবার পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। শুক্রবার উত্তরায় একটি কমিউনিটি সেন্টারে ঝুমুর-আসিফের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মিয়ানমারের রাখাইন প্রদেশে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে ও তাদের প্রতি সহমর্মিতা জানিয়ে নতুন একটি গান তৈরি করেছেন প্রখ্যাত গায়ক আহমেদ ইমতিয়াজ বুলবুল। গানের শিরোনাম ‘রোহিঙ্গা, রোহিঙ্গা, রোহিঙ্গা পিপল’।
এতে সম্মিলিতভাবে কণ্ঠ দিয়েছেন দিনাত জাহান মুন্নী, রাজীব, এলিটা, রুমানা আক্তার ইতি ও স্মরণ। লিখেছেন মাহবুবুল এ খালিদ। সম্প্রতি এ গানের অডিও ইউটিউবে প্রকাশিত হয়েছে।
এ প্রসঙ্গে আহমেদ ইমতিয়াজ বুলবুল বলেন, ‘আমাদের দেশের শিল্পী-সাহিত্যিকরা রাখাইন প্রদেশে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদ জানাবেন বলে আশা করেছিলাম। কিন্তু তারা এ ক্ষেত্রে অনেকটাই নীরব। এই গানের মাধ্যমে প্রতিবাদটা কিছুটা গতি পাবে বলে বিশ্বাস করি। এই গানে ফুটে উঠেছে- হত্যা নয়, ভালোবাসায় বিশ্বজয় এই বাণী। ’
মার্কিন বিমানবন্দরে বর্ণ বিদ্বেষের শিকার হয়েছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ভারতীয় টিভি শো ‘কফি উইথ করণ’-এ হাজির হয়েছিলেন তিনি।
সেখানেই একথা জানান প্রিয়াঙ্কা।
কোয়ান্টিকোখ্যাত এ অভিনেত্রী জানান, আমেরিকার একটি বিমানবন্দরে প্রথম শ্রেণির যাত্রীদের লাউঞ্জে বসেছিলাম। সেখানে বিমানবন্দরের এক কর্মী আমার সঙ্গে দুর্ব্যবহার করে। খুব খারাপভাবে কথা বলছিল। আমিও স্পষ্ট জানিয়ে দিই, বৈধ পাসপোর্ট নিয়েই প্রথম শ্রেণিতে যাত্রা করছি। তখন অবশ্য ক্ষমা চাইতে বাধ্য হয়।
অনুষ্ঠানে প্রিয়াঙ্কা হলিউডে কাজ করতে ইচ্ছুক বলিউড তারকাদেরও সতর্ক করে দিয়েছেন। তার মতে, চরিত্র নির্বাচন নিয়ে সতর্ক না হলে বিপদে পড়তে হবে। তবে স্টুডিও এবং প্রযোজকদের সঙ্গে কাজ করতে তার কোনো অসুবিধা হয়নি বলে জানিয়েছেন তিনি। ‘কোয়ান্টিকো’র দৌলতে বেভারলি হিলসে এখন পরিচিত মুখ প্রিয়াঙ্কা। আপাতত বলিউডে ছবির কাজ বন্ধ থাকলেও আগামী বছর দুটি হিন্দি ছবিতে অভিনয় করবেন তিনি এমনটাই কথা রয়েছে।