English
  • Twitter
  • Facebook
  • RSS
  • Google+
  • Vimeo
  • Tumblr
  • Pinterest

logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • আইন ও আদালত
  • শিক্ষাঙ্গন
  • ধর্ম ও জীবন
  • অন্যান্য
    • প্রবাস
    • উত্তরার খবর
    • রাজধানী
    • সারাবাংলা
    • বিচিত্র খবর
    • ফিচার-সাহিত্য
    • স্বাস্থ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • ছবিঘর
    • ভিডিও
  • উত্তরা
প্রচ্ছদ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • আইন ও আদালত
  • শিক্ষাঙ্গন
  • ধর্ম ও জীবন
  • অন্যান্য
    • প্রবাস
    • উত্তরার খবর
    • রাজধানী
    • সারাবাংলা
    • বিচিত্র খবর
    • ফিচার-সাহিত্য
    • স্বাস্থ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • ছবিঘর
    • ভিডিও
  • উত্তরা

ব্রেকিং নিউজ

uttaranews24 রংপুরে বোরো চাষে সেচ খরচ বৃদ্ধি    uttaranews24 মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট গ্রেপ্তার    uttaranews24 মালদ্বীপের প্রধান বিচারপতি গ্রেপ্তার    uttaranews24 জোড়া সেঞ্চুরিতে ক্যারিয়ারের সেরা অবস্থানে মুমিনুল    uttaranews24 রাতজুড়ে মালদ্বীপে ঘটে যাওয়া ঘটনা    uttaranews24 রাতজুড়ে মালদ্বীপে ঘটে যাওয়া ঘটনা    uttaranews24 কাঁঠালবাড়ী-শিমুলিয়া ফেরি চলাচল বন্ধ   
  • প্রচ্ছদ
  • বিনোদন
bolywood_un

সমুদ্রে অমিতাভ-নাতনির পার্টি, সঙ্গে শাহরুখপুত্র!

বলিউডে তারকা হওয়ার বহু আগেই আলোচনায় চলে আসেন বিশেষ ‘সুবিধাপ্রাপ্ত’ একদল ছেলেমেয়ে। এঁরা হলেন তারকাদের সন্তান, বা তারকা পরিবারের সন্তান। এঁরা সিনেমায় নাম লেখাবেন কী লেখাবেন না, এ নিয়ে আগ্রহের অন্ত থাকে না মিডিয়ার।

এ সময়ে এই দলের মধ্যে সবচেয়ে আলোচিত নাম এখন নিঃসন্দেহে শাহরুখ খানের পুত্র আরিয়ান খান এবং অমিতাভ বচ্চনের নাতনি নব্য নভেলি নন্দ। দুজনে মিলে চুটিয়ে প্রেম করছেন, এমন গল্পের শুরু হয়েছে আগেই। সবশেষ খবর, এক সঙ্গে ছুটি কাটাতে গেছেন দুজনে, তবে কোথায় তা কেউই জানে না!

আরিয়ান ও নব্য, দুজনেই একই স্কুলে পড়ালেখা করেছেন। বেশিদিন হয়নি তাঁদের হাইস্কুলের পাট ফুরিয়েছে। এরই মধ্যে এক সঙ্গে কয়েকটি পার্টিতে একান্ত ছবি এবং আরো কিছু ছবির কারণে আলোচনায় চলে আসেন দুজনেই। বিষয়টিকে অনেকেই বলিউডে প্রবেশ করার পূর্বপ্রস্তুতি হিসেবেও মনে করছেন এবং পুরো বিষয়টিকেই মিডিয়ার আগ্রহ তৈরি করার একটি প্রক্রিয়া হিসেবে চিহ্নিত করেছেন।

কোথায় বেড়াতে গেছেন আরিয়ান ও নব্য, এ বিষয়ে সুস্পষ্ট কোনো তথ্য দিতে পারেনি টাইমস অব ইন্ডিয়া। তবে ইনস্টাগ্রাম থেকে নব্য একটি চার সেকেন্ডের ভিডিও আপলোড করেছেন। সেখানে দেখা যাচ্ছে, সমুদ্রে একটি ইয়টের ওপর গানের তালে নাচছেন নব্য, পরনে সাঁতারের পোশাক।

এ নিয়ে যে এখন সামাজিক মাধ্যমে দারুণ তোলপাড়, তা তো আর বলার অপেক্ষা রাখে না! তবে কোনো পরিবারের কেউই এ বিষয়ে কোনো মন্তব্য করছেন না।

বিস্তারিত

arjit_salman_un

সালমানের কাছে উপেক্ষিতই রইলেন অরিজিৎ!

‘সুলতান’ ছবির আরেকটি গান মুক্তি পেয়েছে। ‘জাগ ঘুমেইয়া’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন রাহাত ফাতেহ আলি খান। সম্পূর্ণ রোমান্টিক এই গানটির সালমান খানের ভার্সনও আসবে বলে ঘোষণা দিয়েছেন এই বলিউড অভিনেতা।
 
ফার্স্টপোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, এই গানটি হলো যে গানটির বিষয়ে অরিজিৎ সিং সালমান খানকে লেখা খোলা চিঠিতে উল্লেখ করেছিল। সেখানে, তার গাওয়া গানটি বাদ না দেয়ার জন্য অনুরোধও জানিয়েছিলেন এই তরুণ গায়ক।
 
তবে অরিজিতের সেই অনুরোধ বোধহয় কাজে লাগেনি। কেননা, যেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে অরিজিৎ সালমানের কাছে বারবার ক্ষমা চেয়েছেন। সেখানে সালমান এই বিষয়ে কোনো মন্তব্য না করে ‘সুলতান’ ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এবার সুলতান ছবির গান প্রকাশ করলেন।
 

‘জাগ ঘুমেইয়া’ গানটি এর আগে গেয়েছিলেন অরিজিৎ সিং। কিন্তু কোনো কারণে সালমান তার ওপর চটে গেছেন। তার গাওয়া গান ‘সুলতান’ ছবিতে রাখবেন না এই আশঙ্কায় অরিজিৎ বারবার সালমানের কাছে ক্ষমাও চেয়েছেন।

কিন্তু শেষ পর্যন্ত বোধহয় সালমানের রাগ ভাঙাতে পারেননি অরিজিৎ। আর সেজন্য অরিজিতের বদলে রাহাত ফাতেহ আলি খানকে পছন্দ করেছেন সালমান। একই গানে নিজের গাওয়া ভার্সনও বের করতে যাচ্ছেন তিনি।

বিস্তারিত

sahrukh_salman_un

মামলা থেকে খালাস পেলেন শাহরুখ-সালমান

শুটিং সেটে মন্দিরে জুতা পায়ে উঠে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান ও সালমান খানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিলো। গৌরব গুলাতি নামক এক ভারতীয় আইনজীবি এই মামলা করেন দিল্লীর আদালতে।

গতকাল সোমবার ছিলো এই মামলার রায় প্রকাশের দিন। প্রকাশিত রায় থেকে জানা যায়, এই যাত্রায় বেকসুর খালাস মিলেছে বলিউডের এই দুই সুপারস্টারের। এবং একই সাথে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা মামলাটিও খারিজ করে দেন দিল্লীর একটি আদালত।

এ দুই তারকার বিরুদ্ধে অভিযোগ ছিলো তারা ‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের প্রচারণার জন্য একটি ভিডিও তৈরির সময় জুতা পায়ে মন্দিরে প্রবেশ করেছিলেন। তবে আদালত পর্যালোচনা করে দেখেছে মন্দিরটি কৃত্রিম ছিলো এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো কিছু সেখানে করা হয়নি। বরং মামলাটিকেই মনে হয়েছে উদ্দেশ্যমূলক। তাই আদালত শাহরুখ খান ও সালমান খানকে বেখসুর খালাস দিয়েছে।

উল্লেখ্য, আসছে ঈদেই মুক্তি পেতে যাচ্ছে সালমান খান অভিনীত নতুন ছবি ‘সুলতান’। তিনি আপাতত ব্যস্ত আছেন সে ছবির প্রচারণার কাজেই। আর শাহরুখ তার নতুন ছবি ‘রইস’ নিয়ে ব্যস্ত রয়েছেন।

বিস্তারিত

purnima_un

নায়িকা পূর্ণিমার পোশাক পছন্দ করে দিলেন এরশাদ

চট্টগ্রামের ষোলশহরে এসএ গ্রুপের নতুন প্রতিষ্ঠান এসএ ওয়ার্ল্ড ফ্যাশন হাউসের শুভ উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে আয়োজন করা হয় বিশেষ এক অনুষ্ঠান। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্যাশন হাউসটির উদ্বোধন ঘোষণা করেন  সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

একই অনুষ্ঠানে নিমন্ত্রিত অতিথি ছিলেন চট্টগ্রামের মেয়ে চিত্রনায়িকা পূর্ণিমা ও চিত্রনায়ক ফেরদৌস। অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় পূর্ণিমা বলছিলেন, ‘সাবেক রাষ্ট্রপতির সামনে বক্তৃতা দেওয়া আমার জন্য রীতিমতো ভয়ঙ্কর ব্যাপার।’ পূর্ণিমা ভয় পেলেও সাবেক রাষ্ট্রপতি এরশাদ কিন্তু পূর্ণিমার জন্য ওই ফ্যাশন হাউজ থেকে একটি পোশাক পছন্দ করে তার মন জয় করে নিয়েছেন।

গতকাল শনিবার বিকেলে নরগীর ষোলশহরে এসএ ওয়ার্ল্ড হাউসের সামনে এসএ গ্রুপের নতুন প্রতিষ্ঠান এসএ ওয়ার্ল্ড ফ্যাশন হাউসের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে শোরুম পরিদর্শনে যান এরশাদ। এসময় তার সঙ্গে ছিলেন সংসদ সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, এসএ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ, ফেরদৌস, পূর্ণিমা ও সোলায়মান আলম শেঠ।

এরশাদসহ সবাইকে প্রথমে ষষ্ঠ তলায় নিয়ে যাওয়া হয়। সেখানে ছেলেদের জন্য বিশ্বের বিভিন্ন নামিদামি ব্রান্ডের কাপড়ের সমাহার। এরপর পঞ্চম তলায় শিশুদের বিভিন্ন ধরনের সংগ্রহ ঘুরে দেখেন। সবশেষে চতুর্থ তলায় নারীদের কাপড়ের সংগ্রহ দেখেন এরশাদ।

বিক্রয়কর্মীরা এসময় পূর্ণিমাকে একটি গাউন উপহার দিতে চান। তা শুনে এরশাদ আগ্রহ নিয়ে এগিয়ে এলেন। বললেন গাউন দেখাতে। এসময় তারা নেভি ব্লু ও গোল্ডেন কালারের কাপড়ের সংমিশ্রনে তৈরি একটি গাউন দেখান। এরশাদ সেটি পছন্দ করে পূর্ণিমাকে নিতে বলেন। পূর্ণিমাও সেটি গ্রহণ করেন।

এ ঘটনায় বেশ মজাই পেয়েছেন পূর্ণিমা। সেটি বুঝা গেল ছবিতে তার হাসি দেখে।

বিস্তারিত

জয়া_un

এ এক অন্য জয়া!

নিজেকে নানাভাবেই ভাঙছেন তিনি। অভিনয়ে, চরিত্র বাছাইয়ে নিজেকে আমূল বদলে নিতে পারেন সহজেই। ভাঙা গড়ার এই খেলায় এবার নবরূপে ধরা দিলেন এ তারকা। এবার মডেল জয়া। মডেল হিসেবে তার এমন কাজ যদিও কম নয় তবু দুই বাংলার চলচ্চিত্রে সমান তালে ব্যস্ত চিত্রনায়িকা জয়ার এই রূপ যেন মডেল জয়াকে নতুন করেই উপস্থিত করছে ভক্তদের কাছে।

সম্প্রতি একটি ফ্যাশন হাউজের ফটোশুটে ধরা পড়লেন সাহসী এক । বাংলাদেশি ফটোগ্রাফার রাফের করা এ সেসনে জয়া দাড়িয়েছেন নতুন ভঙ্গিমায়। ইউটিউবে এ ফটোশুটের একটি ছোট্ট ক্লিপ্স বেরিয়েছে সম্প্রতি। ফেসবুকে চেনা অচেনা মানুষের দেয়ালে দেয়ালে প্রশংসা সমেত ঘুরছে এ ভিডিও।

এদিকে জয়া এখন ব্যস্ত আছেন কলকাতার ছবি ‘আমি জয় চ্যাটার্জি’ নিয়ে। এটি পরিচালনা করছেন মনোজ মিশিগান। চলচ্চিত্রটিতে জয়ার বিপরীতে নাম ভূমিকায় আছেন আবির চট্টোপাধ্যায়। বর্তমানে ছবিটির শুটিংয়ে কলকাতায় আছেন জয়া আহসান।

সম্প্রতি দেশে সাইফুল ইসলাম মান্নুর ‘পুত্র’ ও আকরাম খানের ‘খাঁচা’ চলচ্চিত্রের কাজ শেষ করে জয়া পাড়ি দেন কলকাতায়। এছাড়া জয়ার হাতে আছে মাহমুদ দিদার পরিচালিত ‘বিউটি সার্কাস’ ও মারুফের ‘মেসিডোনা’ চলচ্চিত্র দুটি।

এছাড়া কলকাতার ‘বেলাশেষে’ খ্যাত পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘কণ্ঠ’ চলচ্চিত্রেও অভিনয়ের কথা রয়েছে তার।

 

বিস্তারিত

মাহি_un

দীর্ঘ নীরবতা কাটিয়ে অবশেষে মুখ খুললেন মাহি

মাহি ও শাওনকে ঘিরে হাজারো জল্পনা-কল্পনার মধ্যে শাওনের সাথে সম্পর্ক নিয়ে এতদিন কাউকে তেমনভাবে কিছু না জানালেও অবশেষে মুখ খুলেছেন  মাহি । আলোচিত বিষয়টি নিয়ে আজ রোববার সমঝোতা স্বাক্ষরের পর গনমাধ্যমের সাথে ঘটনার নেপথ্য কারন নিয়ে কথা বলেন ঢাকাই চলচ্চিত্রের এই নায়িকা মাহিয়া মাহি ।

গনমাধ্যমের সাথে আলাপকালে মাহি জানিয়েছেন,

এর আগে তাঁর বিরুদ্ধে অনেকেই অনেকভাবে নেতিবাচক খবর ছড়িয়েছে। তিনি সব সময় চুপ থেকেছেন। কিন্তু এবার তাঁর বিয়ের এক দিনের মাথায় এমন খবর ছড়ানোয় বাধ্য হয়ে তিনি মামলা করেছেন। মাহি বলেন, ‘আমাকে জড়িয়ে যখন ছবিগুলো প্রকাশিত হয়েছে, তখন আমি নিজের কথা ভাবিনি, শুধুই আমার শ্বশুর-শাশুড়ি ও পরিবারের কথা ভেবেছি। মনে হয়েছে, আমাকে জড়িয়ে এসব মিথ্যা খবরে তাঁরা সামাজিকভাবে হেয় হয়ে যাচ্ছেন। তাঁদের দিকে তাকিয়ে আমার সততাকে প্রমাণ করার জন্যই মামলা করতে বাধ্য হয়েছি।’

পুরো ঘটনায় শাওনের প্রতি অভিযোগের জায়গা কতটুকু সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মাহি জানালেন,

 

‘পুরো ঘটনা ঘটানোর পেছনে  শুধু শাওনা একা জড়িত নন।শাওন আমার ছোটবেলার বন্ধু। তাঁর দ্বারা আমার এত বড় ক্ষতি সম্ভব নয়। সে কারও ইন্ধনে এমন কাজ করেছে। বিষয়টি নিয়ে তৃতীয় কোনো পক্ষ গভীর যড়যন্ত্রে লিপ্ত। শাওন যেকোনোভাবে এখানে ফেঁসে গেছে। বিষয়টি বোঝার পর আমি সমঝোতা করতে রাজি হয়েছি।’

এদিকে, সমঝোতা স্বাক্ষরের পর শাওনের  বাবা নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন,

‘বিষয়টি নিয়ে আমরা আর ভুল করতে চাই না। মাহির নতুন বিয়ে হয়েছে। তার জন্য আমাদের পরিবার থেকে সব সময়ই দোয়া থাকবে।’

অন্যদিকে,আদালতে শাওনের কাবিননাম জমা দেয়া প্রসঙ্গে শাওনের  ছোট চাচা মাহমুদুল বলেন,

‘আমাদের দুই পরিবারের সঙ্গে সম্পর্ক বহুদিনের। মাহিকে জড়িয়ে শাওন এ ধরনের ছবি প্রকাশ করবে আমরা আগে জানতে পারলে কখনোই তা পারত না।‘মাহিরও মিডিয়াতে শত্রু আছে। শাওনের একার পক্ষে হয়তো এটা করা সম্ভব নয়। এর পেছনে তৃতীয় কোনো পক্ষের হাত বা শাওনের বন্ধুদের প্ররোচনা থাকতে পারে।’  মাহি তাঁর মামলা প্রত্যাহার করার সঙ্গে সঙ্গে কাবিননামা জমা দেওয়ার বিষয়টিও মূল্যহীন হয়ে যাবে।

সমঝোতা দলিল নিয়ে এখন কী করবেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শাওনের চাচা আরও জানান,

‘উকিলের সঙ্গে আলাপ–আলোচনা করে ঠিকঠাক করব। হয়তো আগামীকাল আদালতে সমঝোতা দলিলটি জমা দেওয়া হবে।’

এর আগে গত ২৫ মে মাহির বিয়ে হয় সিলেট নিবাসী কম্পিউটার প্রকৌশলী পারভেজ মাহমুদের সঙ্গে। এর এক দিন পর ২৭ মে বন্ধু শাহরিয়ার আলমের সঙ্গে তাঁর কিছু ছবি কয়েকটি অনলাইন নিউজপোর্টাল এবং ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। সেদিনই রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মাহিয়া মাহি তথ্যপ্রযুক্তি আইনে শাহরিয়ারের বিরুদ্ধে মামলা করেন। পরে পুলিশ শাহরিয়ারকে গ্রেপ্তার করে দুই দিনের রিমান্ডে নেয়।

৩১ মে রিমান্ড শেষে শাহরিয়ার ইসলামকে আদালতে আনা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠিয়ে দেন। সেদিন শাহরিয়ারের আইনজীবী বেলাল হোসেন প্রথম আলোকে বলেছিলেন, গত বছরের ১৫ মে শাহরিয়ার ও মাহির বিয়ে হয়। আদালতে বিয়ের কাবিননামাসহ প্রয়োজনীয় সব কাগজ জমা দেওয়া হয়েছে।

বিস্তারিত

দীপিকা-নেইমার_un

একই ছবিতে দীপিকা-নেইমার!

হলিউড ছবি ‘ত্রিপল এক্স: দ্য রিটার্ন অব স্যান্ডার কেজ’ ছবির শুটিং শেষে করে ভারতে ফিরেছেন দীপিকা পাড়ুকোণ। ছবিতে ভিন ডিজেল ও স্যামুয়েল এল.জ্যাকসনের মতো অভিনেতারা কাজ করেছেন। নতুন খবর হলো, এই ছবিতে নাকি ব্রাজিল তারকা খেলোয়াড় নেইমারকেও দেখা যাবে।
 
এক বিবৃতিতে নেইমার বলেছেন, আমি সবসময়ই একটি ছবিতে কাজ করতে চেয়েছি এবং কেমন লাগে সেই অভিজ্ঞতা নিতে চেয়েছি। আমি কখনো ভাবতে পারিনি যে ভিন ডিজেল, নিনা ডোবরেভ ও স্যামুয়েল এল.জ্যাকসনের মতো অভিনেতার সঙ্গে কাজ করতে পারব। আমি উদ্বিগ্ন ও ভীত কিন্তু অপেক্ষা করতে পারছি না।
 
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ক্লিপবোর্ড হাতে নিয়ে নিজের ছবি পোস্ট করেছেন নেইমার। সেখানে ‘ত্রিপল এক্স’ লেখা রয়েছে।
 
ইনস্টাগ্রাম ও ফেসবুকে নেইমার লিখেছেন, ত্রিপল এক্সে আমি খুবই উত্তেজিত। কিন্তু আমি এখানে কি হিসেবে কাজ করছি তা বললে ভিন ডিজেল আমাকে মেরেই ফেলবে। খবর: মার্সা।

বিস্তারিত

মাহি_un

শাওনের মায়ের দাবি ‘মাহি তার পুত্রবধু’

শাওনের মা শিউলি আক্তার রাজধানীর দক্ষিণ বাড্ডার প-১৩ নম্বর বাড়িটি দেখিয়ে বললেন এই ফ্ল্যাটেই থাকতেন শাওন-মাহী।
পাঁচ তলা বাড়ির তৃতীয় তলার পশ্চিম পাশের ফ্ল্যাট।

শিউলি আক্তার তার ছেলে ও ছেলের বউয়ের বসবাসের ফ্ল্যাটটি দেখিয়ে বলেন এই ফ্ল্যাটেই আমার পুত্রবধূ মাহী থাকত। রাত বিরাতে শুটিং শেষ করার পর সে বাসায় ফিরে আসত। শ্বশুরবাড়ি ছাড়া সে কোথাও থাকত না। হঠাত্ করে কি হলো বুঝতে পারলাম না। এখন শুনি নাকি সিলেটের এক ছেলের সঙ্গে মাহীর বিয়ে হয়েছে। হঠাত্ করেই পুলিশ শাওনকে বাসা থেকে ধরে নিয়ে যায়।

গতকাল দক্ষিণ বাড্ডায় শাওনদের বাড়ির পরিবারের সদস্য ছাড়াও আশপাশের লোকদের সঙ্গে কথা হয়। চিত্রনায়িকা শারমিন আক্তার নীপা ওরফে মাহিয়া মাহী এখন দেশের আলোচিত একটি নাম। নায়িকাদের বিয়ে হয়, বিরহ আসে, ভাঙনের শব্দ শোনা যায়।

এসব কিছুই শাওনদের বাড়ির আশপাশের লোকজন জানেন। ওই বাড়িতে শাওন-মাহীকে একসঙ্গে আসা-যাওয়া করতে দেখেছেন এলাকার লোকজন। বিয়ের ছবি দেখিয়ে শাওনের স্বজনরা জানিয়েছেন শাওন-মাহীর বন্ধুত্ব থেকে বিয়ে পর্যন্ত নানা ঘটনার কথা।

শাওনের মা শিউলি আক্তার জানান, উত্তরা হাইস্কুল থেকে উত্তরা মডেল কলেজে একসঙ্গে লেখাপড়া করতে গিয়েই শাওন-মাহীর মধ্যে সম্পর্ক গড়ে উঠে। বিয়ের আগেও শাওনদের বাসায় আসা-যাওয়া ছিল মাহীর।

গত বছরের শুরুর দিকে ঢাকা পদাতিকের একটি নাটক দেখতে গিয়েছিল মাহী ও শাওন। ফিরে এসে শাওনের মাকে মাহী জানিয়েছিলেন, শাওনকে তিনি ভালোবাসেন। তাকে বিয়ে করতে চান। বিষয়টি মজা হিসেবেই মনে করেছিলেন শাওনের মা শিউলি আক্তার। পরবর্তীতে একইভাবে মাহীকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেন শাওন। কিন্তু ছেলের বয়স কম হওয়ার কারণে বিষয়টি এড়িয়ে যান তার মা।

গত বছরের ৩রা মার্চ মাহীর মা-বাবা ফোনে উত্তরার বাসায় দাওয়াত দেন তাদের। পরদিন সপরিবারে ওই বাসায় গেলে সেখানেই শাওনের মা-বাবাকে মাহী-শাওনের বিয়ের প্রস্তাব দেন মাহীর বাবা আবু বকর সিদ্দিকী খোকন। তবে নায়িকার ক্যারিয়ারের বিষয় মাথায় রেখে বিয়ের আনুষ্ঠানিকতা করতে বারণ করেন মাহীর মা-বাবা। শাওনদের বাড়িতেই বিয়ে হওয়ার কথা ছিল।

কিন্তু গত বছরের ৩ মে শাওনের চাচা মোফাজ্জল হোসেন রহিম মারা যাওয়ায় বিয়ে অনুষ্ঠিত হয় মধ্য বাড্ডায় শাওনদের আত্মীয় সোলেমান রহমানের বাসায়। ওই বিয়ের একটি ছবি দেখিয়ে শিউলি আক্তার জানান, বিয়ের সাজে মাহী। মাহীর পেছনে তার বাবা, এক পাশে ফুফু, কালো ব্লে­জার ও প্যান্ট পরনে শাওন ও পাশে তার মা শিউলি আক্তার। এতে শাওনের এক চাচীও রয়েছেন।

এরকম অনেক ছবি ও একটি ভিডিও ফুটেজ ছিল শাওনের কম্পিউটারে। গত ২৭ মে রাতে তাকে গ্রেফতারের পর ঐ কম্পিউটার, মোবাইলফোন ও ক্যামেরা নিয়ে গেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট। বিয়েতে দুই পক্ষের ঘনিষ্ঠ আত্মীয় ও বর-কনের ঘনিষ্ঠ বন্ধুরা ছিলেন। বিয়ের একটি ছবিতে মাহীর বান্ধবী প্রভাও রয়েছেন। মাহীর বিয়ের সাক্ষী ছিলেন হারুন অর রশীদ। একটি ছবি দেখিয়ে তিনি জানান, বিয়ের পর তার মেরুল বাড্ডার বাসায় গিয়েছিলেন শাওন-মাহী। ওই সময়ে তার ছেলে-মেয়ে ও বোন ফাতেমার সঙ্গে একটি ছবি তোলেন। বিয়ের সম্পর্কে তিনি জানান, চার লাখ টাকা দেনমোহরে ওই বিয়ে হয়।

শাওনের বোন অষ্টম শ্রেণির ছাত্রী নাফিসা জানান, ভারতে ফিল্ম করবে বলে ভাবী জানিয়েছিল। তবে বিয়ের আগে অগ্নি-২ ছবির শুটিং শেষ হয়েছিল ভাবীর। বিয়ের পর ফিল্মের কাজে বাইরে গেলেও তাদের বাসাতেই থাকতো ভাবী। শাওনদের বাড়ির পঞ্চম তলার বাসিন্দা রোকসানা পারভিন জানান, বিয়ের পর তারা সবাই শাওনদের বাসায় আসেন। মাহী সেদিন তাদের শরবত তৈরি করে খাওয়ান।

একইভাবে দক্ষিণ বাড্ডার প-১৩ নম্বর বাড়ির গলির এক লন্ড্রি দোকানের মালিক বলেন, সবাই জানে মাহী ওই বাড়ির পুত্রবধূ। শাওন-মাহী প্রায়ই ওই বাসা থেকে একসঙ্গে আসা-যাওয়া করতেন।

শাওনের বাবা নজরুল ইসলাম বলেন, সিলেটের বিত্তশালী বর পেয়ে বিয়ে গোপন করে আবার বিয়ে করেছে মাহী। এটিইতো অনেক বড় অপরাধ। বিয়ের সকল প্রমাণ, শত শত সাক্ষী রয়েছে। আদালতে তা জানিয়েছি। স্বামী-স্ত্রীর ছবি তার বন্ধুরা আপলোড করেছে। এতে আমার ছেলের কি অপরাধ আমি বুঝতে পারছি না।

এ বিষয়ে মাহীর বক্তব্য জানতে বারবার তার ফোনে যোগাযোগ করে তা বন্ধ পাওয়া যায়। মাহীর বর্তমান শ্বশুর সিলেটের দক্ষিণ সুরমার ব্যবসায়ী আবদুল মান্নান সাংবাদিকদের জানান, তার ছেলে অপু ও মাহী দেশের বাইরে রয়েছে। মাহীর প্রথম বিয়ে সম্পর্কে তিনি বলেন, এসব বিষয়ে আমরা খুব বিব্রত। আগে জানলে এ বিয়ে হতো না।

 

বিস্তারিত

munni_un

আট বছরে পা রাখলো সেই মুন্নী

শুধু শিশু চরিত্র বলেই নয়, বরং নিজের প্রথম ছবিতেই দুর্দান্ত অভিনয়ের জন্যও এখন বলিউডে তুমুল আলোচিত ছোট্ট হারশালি মালহোত্রা! গত বছরে সুপারস্টার অভিনেতা সালমান খানের সঙ্গে পাকিস্তানি বোবা মেয়ের চরিত্রে অভিনয় করে কাঁদিয়েছেন সব শ্রেণির দর্শককে।

এরপর আর কোনো সিনেমায় তাকে দেখা না গেলেও এরইমধ্যে ‘সুপারস্টার’-এর মর্যাদায় আসিন হারশালি! আর এই ছোট্ট হারশালি পা রাখলেন আট বছরে। ৩ জুন শুক্রবার ছোট্ট হারশালি আট বছর পূর্ণ করলেন। আর এই দিনে ভাইজান খ্যাত সালমান খান হারশালিকে কী উপহার পাঠান, তাই যেন আজ খবরে পরিনত!  

২০০৮ সালের ৩ জুন বাবা বিপুল মালহোত্রা ও মা কাজল মালহোত্রার ঘরে মুম্বাইয়ে জন্ম নেন হারশালি। ভাই হার্দিক মালহোত্রাকে নিয়ে মোট চারজনের ছোট্ট সংসার তাদের। হারশালি বর্তমানে সেভেন স্কয়ার একাডেমি স্কুলে পড়াশোনা করছেন। আর এই স্কুলে পড়াকালিন সময়েই ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমায় অভিনয়ের জন্য অডিশনের খবর পেয়ে মা কাজল সব ব্যবস্থা করেন।

মুন্নির চরিত্রটি পেতে হারশালিকে রীতিমত অগ্নি পরীক্ষায় দিতে হয়েছে। অন্তত পাঁচ হাজার শিশু অভিনেত্রীদের সঙ্গে প্রতিযোগিতায় অডিশন দিয়ে ভাইজানের সঙ্গে অভিনয়ের সুযোগ পায় হারশালি।

কিন্তু এত অল্প বয়সে ‘বজরঙ্গি ভাইজান’ ছবিতে তুখোর একটি চরিত্রে অভিনয় করে রীতিমত সুপারস্টারের সমমর্যাদায় চলে গেছেন হারশালি। ছবিটিতে অসাধারণ অভিনয়, নিষ্পাপ হাসি আর মনকাড়া চাহনির জন্য ভারতীয় অগণিত দর্শকের মনে জায়গা করে নেন তিনি।

ছবিতে একজন পাকিস্তানি বোবা শিশুর চরিত্রে প্রথমবার অভিনয় করেই ভারতীয় ছবির দর্শকদের আবেগে কাঁদিয়েছেন ছোট্ট মেয়ে হারশালি মালহোত্রা। প্রশংসা কুড়িয়েছেন দেশে বিদেশে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে হারশালি বলেন, আমি সালমান মামার মত সুপারস্টার হতে চাই। অভিনয় আর নাচে আমি অনেক কাজ করবো।

বিস্তারিত

কাবালি_un

মুক্তির আগেই বাজিমাত রজনীকান্তের কাবালির

ছবি মুক্তির পাবে আরও মাসখানেক পরে। তার আগেই রেকর্ড করল ‘থালাইভা’ রজনীকান্ত অভিনীত ‘কাবালি’! ট্রেড অ্যানালিস্টদের মতে, মুক্তির আগেই ডিস্ট্রিবিউটিং রাইট এবং স্যাটেলাইট রাইটের বদৌলতে ২০০ কোটি রুপি কামিয়ে নিয়েছে তামিল ছবিটি।
 
রেকর্ড অঙ্কে কর্নাটকের পরিবেশনা স্বত্ব কিনেছেন এক ডিস্ট্রিবিউটর। লিঙ্গা ছবির প্রযোজনা সংস্থা রকলাইন ভেঙ্কটেশ এই স্বত্ব কিনেছে। ছবিটির পরিবেশনা স্বত্ব কিনতে আগ্রহী অনেকেই। হিন্দিতে এই ছবিটির ডাবিং রাইট কিনতে ইতোমধ্যেই চেন্নাইয়ে দরবার শুরু করেছেন বলিউডের দুই নামজাদা পরিবেশক সংস্থা।
 
এমনকি, চীনা ভাষায় ছবিটির স্বত্ব কিনতে আগ্রহ প্রকাশ করেছে হংকংয়ের একটি সংস্থাও। ইউরোপে এখনও পর্যন্ত বিক্রি হওয়া ছবির মধ্যে রেকর্ড অঙ্কে বিক্রি হয়েছে ফ্রান্সের ডাবিং রাইট। আগামী ১ জুলাই তামিল, তেলেগু, মালায়লম এবং হিন্দিতে মুক্তি পাবে ছবিটি।
 
মালয়েশিয়ায় বাজার সিনেমার ধরতে এই প্রথম তামিল সিনেমা হিসেবে মালয় ভাষাতেও ছবিটি ডাব করা হয়েছে। আগামী ১১ জুন চেন্নাইয়ে ছবিটির গান মুক্তি পাবে। মুক্তির আগেই যদি এই অবস্থা হয় দেখা যাক মুক্তির পর ঝড় নাকি সুনামি, কি উপহার দেয় কাবালি।

বিস্তারিত

Next
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
  • 61
  • 62
  • 63
  • 64
  • 65
  • 66
  • 67
  • 68
  • 69
  • 70
  • 71
  • 72
  • 73
  • 74
  • 75
  • 76
  • 77
  • 78
  • 79
  • 80
  • 81
  • 82
  • 83
  • 84
  • 85
  • 86
  • 87
  • 88
  • 89
  • 90
  • 91
  • 92
  • 93
  • 94
  • 95
  • 96
  • 97
  • 98
  • 99
  • 100
  • 101
  • 102
  • 103
  • 104
  • 105
  • 106
  • 107
  • 108
  • 109
  • 110
  • 111
  • 112
  • 113
  • 114
  • 115
  • 116
  • 117
  • 118
  • 119
  • 120
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

কোলোন ক্যান্সার প্রতিরোধে নিয়মিত খেতে হবে ৯টি খাবার

নিম্ন মধ্যবিত্তের স্বপ্নপূরণের বাধা দূর করার আহ্বান

নৈরাজ্য করলে কঠোর হাতে দমন : স্বরাষ্ট্রমন্ত্রী

অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে সরকার

তাইওয়ানে ৬.৪ মাত্রার ভূমিকম্প

বিএনপির সাবেক এমপি হাসান উদ্দিন সরকারসহ আটক ৬

সংবাদ সম্মেলনে আসছেন খালেদা জিয়া

নাশকতা মোকাবিলায় আওয়ামী লীগের ব্যাপক প্রস্তুতি

প্রয়োজনে সাংবাদিকদের পক্ষে মামলা লড়বেন আইনমন্ত্রী

হাবিবুন নবী খান সোহেল আটক

  • প্রচ্ছদ
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত উত্তরা নিউজ
২০১৩-২০১৬

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ তারেকউজ্জামান খান
বাড়িঃ ১২৫(৩য় তলা), রানাভোলা এভিনিউ রোড, সেক্টরঃ ১০,
উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
মোবাঃ ০১৭১২২৬৩৮৯৬
ই-মেইলঃ info@uttaranews24.com, uttaranewsbd24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি