English
  • Twitter
  • Facebook
  • RSS
  • Google+
  • Vimeo
  • Tumblr
  • Pinterest

logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • আইন ও আদালত
  • শিক্ষাঙ্গন
  • ধর্ম ও জীবন
  • অন্যান্য
    • প্রবাস
    • উত্তরার খবর
    • রাজধানী
    • সারাবাংলা
    • বিচিত্র খবর
    • ফিচার-সাহিত্য
    • স্বাস্থ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • ছবিঘর
    • ভিডিও
  • উত্তরা
প্রচ্ছদ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • আইন ও আদালত
  • শিক্ষাঙ্গন
  • ধর্ম ও জীবন
  • অন্যান্য
    • প্রবাস
    • উত্তরার খবর
    • রাজধানী
    • সারাবাংলা
    • বিচিত্র খবর
    • ফিচার-সাহিত্য
    • স্বাস্থ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • ছবিঘর
    • ভিডিও
  • উত্তরা

ব্রেকিং নিউজ

uttaranews24 রংপুরে বোরো চাষে সেচ খরচ বৃদ্ধি    uttaranews24 মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট গ্রেপ্তার    uttaranews24 মালদ্বীপের প্রধান বিচারপতি গ্রেপ্তার    uttaranews24 জোড়া সেঞ্চুরিতে ক্যারিয়ারের সেরা অবস্থানে মুমিনুল    uttaranews24 রাতজুড়ে মালদ্বীপে ঘটে যাওয়া ঘটনা    uttaranews24 রাতজুড়ে মালদ্বীপে ঘটে যাওয়া ঘটনা    uttaranews24 কাঁঠালবাড়ী-শিমুলিয়া ফেরি চলাচল বন্ধ   
  • প্রচ্ছদ
  • বিনোদন
Boliud

বলিউডের সবচেয়ে বেশি শিক্ষিত অভিনেতা

আর মাধবন এই নামটি নিয়ে নতুন করে কিছু বলার নেই। কিন্তু, আর মাধবন সম্পর্কে এমন কিছু আকর্ষণীয় তথ্য আছে যা অনেকেই জানেন না। আর এই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে তাঁর শিক্ষা-দীক্ষা। আর মাধবন শিক্ষা-দীক্ষায় এই মুহূর্তে বলিউডে সবচেয়ে উপরে রয়েছেন বলেই দাবি করা হচ্ছে। তাঁর মতো শিক্ষিত অভিনেতা নাকি এই মুহূর্তে নাকি বলিউডে নেই। 

১৯৭০ সালে ভারতের জামশেদপুরে এক তামিল পরিবারে জন্ম মাধবনের। কোলাপুরের রাজারাম কলেজ থেকে ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক হন তিনি। এমনকী ক্লাস টেনের পরীক্ষাতেও ডিস্টিংশন পেয়েছিলেন। মাধবনের বাবা রঙ্গনাথন ছিলেন টাটা স্টিলের ম্যানেজমেন্ট এক্সিকিউটিভ। মা সরোজা ছিলেন ব্য়াঙ্ক অফ ইন্ডিয়ার ম্যানেজার। মাধবনের দিদি দেবিকাও পড়াশোনায় যথেষ্ট কৃতী। তিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার।

১৯৮৮ সালে ইঞ্জিনিয়ারিং পড়ার সময়ই মাধবন স্কলারশিপ- নিয়ে ভারতের সাংস্কৃতিক দূত হিসাবে নিযুক্ত হন। এর জন্য তাঁকে এক বছর কানাডার আলবার্তার স্টেটলার-এ কাটাতে হয়েছিল। কানাডা থেকে ফিরে এসে ইঞ্জিনিয়ারিং শিক্ষাও সম্পূর্ণ করেছিলেন মাধবন। দেশে ফেরার পরে ২২ বছর বয়সে মাধবন মহারাষ্ট্রের এনসিসি ক্যাডারের সদস্য হিসাবে নির্বাচিত হন এবং মহারাষ্ট্র এনসিসি ক্যাডার দলের সঙ্গে ইংল্যান্ড সফরেও যান। সেখানে ব্রিটিশ আর্মি, রয়্যাল নেভি এবং রয়্যাল এয়ারফোর্স-এর সঙ্গে প্রশিক্ষণ নেন। একটা সময় ভারতীয় সেনাবাহিনীতেও যোগ দেওয়ার সুযোগ পেয়েছিলেন মাধবন। কিন্তু, ৬ মাস বয়স বেশি থাকায় সেই সুযোগ তাঁর হাতছাড়া হয়ে যায়।

এরপর মাধবন পাবলিক স্পিকিং এবং পার্সোনালিটি ডেভলপমেন্ট-এর উপর টিচিং কোর্স-এ ভর্তি হয়ে যান। মুম্বইয়ের কৃষিণচাঁদ কলেজ-এ পাবলিক স্পিকিং নিয়ে পোস্ট-গ্র্যাজুয়েশন-এও ভর্তি হন। এই সময়ই পাবলিক স্পিকিং-এর ইন্ডিয়ান চ্যাম্পিয়নশিপ-এ সেরা হন মাধবন। এর সুবাদে ১৯৯২ সালে টোকিও-য় ইয়াং বিজনেস ম্যান কনফারেন্সেও প্রতিনিধিত্ব করেন। মুম্বই-এ থাকাকালীন মাধবন তাঁর একটি পোর্টফোলিও বানান এবং তা একটি মডেলিং এজেন্সি-তে জমা করেন।

এই পোর্টফোলিও বানানোর পর তাঁর জীবনের সবচেয়ে বড় কাজ ছিল সিনেমাটোগ্রাফার তথা অ্যাড-ফিল্ম মেকার সন্তোষ শিবনের তৈরি একটি টেলিভিশন বিজ্ঞাপন-এ কাজের সুযোগ। স্যান্ডেল ট্যালক-এর বিজ্ঞাপনে কাজ করেই সন্তোষ শিবনের নজরে পড়ে যান মাধবন। পরে মণিরত্নমের একটি ছবির তাঁর নাম সুপারিশ করেন শিবন। ১৯৯৭ সালে 'ইরুভার' বলে মণিরত্নমের ছবিতে স্ক্রিন টেস্টও দেন তিনি। পরে মণিরত্নম তাঁকে 'তামিজশেলভন' নামে একটি ছবির লিড-রোল-এর জন্য নির্বাচিতও করেছিলেন। কিন্তু, শেষ মুহূর্তে ছবি থেকে মাধবন-কে বাদ দিয়ে দেন মণিরত্নম। তাঁর যুক্তি ছিল ছবির লিড রোল করার ক্ষেত্রে মাধবনের চোখ উপযুক্ত নয়। কারণ, মাধবণের চোখ একদম কিশোর বয়সী ছেলেদের মতো, তাই তাঁকে লিড রোল দেওয়া যাবে না।

মাধবন অবশ্য হতাশ হনিন। তিনি টেলিভিশন থেকে একগুচ্ছ অফার পেতে শুরু করেন। যার মধ্যে ছিল ডিডি মেট্রো-র বেশকিছু ফিল্মি-গান-এর এপিসোডেও অ্যাঙ্কারিং-এর সুযোগ পেয়ে যান। সেই সঙ্গে জি-টিভির একাধিক সিরিয়ালেও অভিনয় করতে শুরু করেন। ‘সি-হক’ বলে দূরদর্শনের একটি সিরিয়ালে মাধবনের অভিনয় বেশ জনপ্রিয়তাও অর্জন করেছিল।

বিস্তারিত

Ranveer

এবার কপিল দেবের ভূমিকায় রণবীর সিং

চোখে মুখে নৃশংসতার ছাপ। লোভ ও হিংসায় ভরপুর আলাউদ্দিন খিলজির চরিত্রটাকে পরদায় ফুটিয়ে তুলেছেন রণবীর সিং। ছবির অন্যান্য অভিনেতা-অভিনেত্রীদের থেকে একটু বেশি প্রশংসা পেয়েছেন তিনি। তবে এসব এখন অতীত। কারণ, এবার তাঁকে দেখা যাবে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক কপিল দেবের ভূমিকায়।

১৯৮৩ সালের ক্রিকেট ওয়ার্ল্ড কাপে ভারতীয় দলের জয় নিয়েই তৈরি হচ্ছে ছবি। পরিচালনা করছেন কবীর খান। সেখানে কপিল দেবের ভূমিকায় দেখা যাবের রণবীর সিংকে। ছবির মুক্তির দিনও নির্ধারিত হয়ে গেছে। ২০১৯ সালের ৩০ অগাস্ট ছবিটি মুক্তি পাবে বলে জানা গেছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কবীর বলেছিলেন, ১৯৮৩ সালের ওয়ার্ল্ড কাপের সময় ছোট ছিলাম। তখন বুঝিনি, এই একটা জয় ভারতে ক্রিকেটের চেহারা বদলে দেবে। একজন পরিচালক হিসেবে আমার মতে এই জয় সম্ভব হয়েছিল শুধুমাত্র যুব ভারতীয় দলের সক্রিয়তা ও আবেগের জন্য। আর এই কাহিনি নিয়েই আমি কাজ করছি। সবথেকে ভালো বিষয় রণবীরকে কপিল দেবের ভূমিকায় দেখা যাবে। কপিল দেবের ভূমিকায় আমি আর কাউকে দেখতে পাইনি। স্ক্রিপ্টের কাজ শুরু হয়ে গিয়েছে।

শোনা যাচ্ছে, ছবির জন্য একমাত্র কপিল দেবের চরিত্রটাই ঠিক করা হয়েছে। বাকি কাস্টিং এখনও বাকি আছে। কবীরের কথায়, ১৯৮৩ সালের ঐতিহাসিক সেই ঘটনা নিয়ে কাজ করা সহজ নয়। এটার জন্য সময় লাগবে। কারণ, ভারতীয় দলের সেসব চরিত্র গোটা দেশে আর একটা খুঁজে পাওয়া কঠিন।

বিস্তারিত

Iresh

বিয়ে করলেন ইরেশ-মিম

নবিয়ে করলেন ইরেশ যাকের ও মিম রশিদ। রবিবার রাতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে তাঁদের। গুলশানের একটি পার্টি সেন্টারে জাঁকজমকপূর্ণ আয়োজনে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা এতে উপস্থিত ছিলেন।

দম্পতি ইরেশ-মিম নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে বিয়েতে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী ও অভিনেতা আসাদুজ্জামান নূর। তবে ইরেশ-মিমের ঘনিষ্ঠজনরা ছাড়া শোবিজ অঙ্গনের তেমন কাউকে বিয়েতে দেখা যায়নি।  এর আগে শুক্রবার সন্ধ্যায় ইরেশের বনানীর বসায় হলুদের অনুষ্ঠান হয়। আগামী মার্চে নেপালের কাঠমান্ডুতে ইরেশ-মিমের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে।

সেখানেও তাদের ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন ও বন্ধুরা আমন্ত্রণ পাবেন বলে জানা গেছে।

ইরেশ যাকের জানান, সবকিছু খুব দ্রুত হয়ে গেল। তাই কাছের স্বজন ও বন্ধুদের ছাড়া কাউকে বলার সুযোগ পাইনি। নতুন জীবনে প্রবেশ করলাম। এখন সবার কাছে আমাদের দু’জনের জন্য দোয়া চাইছি।

মিমের সঙ্গে ইরেশের প্রায় ১১ বছরের বন্ধুত্ব। দু’জনের মধ্যে খুব ভালো বোঝাপড়া। বেশ কয়েক মাস ধরে তাদের বন্ধুত্বের সম্পর্কটি ভালোবাসায় রূপ নেয়। তাই আর দেরি না করে দুই পরিবারের সম্মতিতে তারা বিয়ের সিদ্ধান্ত নেন।

বিস্তারিত

Nirab

নিরবের বিপরীতে এবার চিত্রনায়িকা জলি

চিত্রনায়ক নিরবের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়িকা জলি। এ দুই চিত্রতারকার নতুন ছবির নাম ‘অফিসার রিটার্নস’।

গতকাল রবিবার সন্ধ্যায় নিরব-জলি দুজনেই ‘অফিসার রিটার্নস’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ছবিটি পরিচালনা করবেন বন্ধন বিশ্বাস, যিনি এর আগে ওমর সানি ও রেসিকে নিয়ে ‘শূন্য’ ছবিটি নির্মাণ করেছিলেন।

বন্ধন বিশ্বাস বলেন,  প্রথমে নাম পছন্দ করেছিলাম ‘অফিসার’। কিন্তু পরিচালক সমিতিতে নাম এন্ট্রি করতে দেখা যায় ২০১৩ সালে ‘অফিসার’ নামে আগেই অন্য একটি ছবির নাম এন্ট্রি করা হয়েছে। যদিও ওই ছবি তিনদিন শুটিং করার পর আর কাজ হয়নি।

 আগামী ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় ‘অফিসার রিটার্নস’ ছবির মহরত অনুষ্ঠিত হবে এফডিসির ঝর্ণা শুটিং স্পটে। মার্চ মাসের মাঝামাঝি সময়ে শুটিং শুরু হবে।

এ প্রসঙ্গে নিরব বলেন, এই ছবিতে আমাকে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে। ছবি গল্পটি আমাকে মুগ্ধ করেছে। চরিত্রের জন্য নিজের লুকে কিছু পরিবর্তন আনতে হবে। যে প্ল্যানিং নিয়ে এই ছবিটি করতে যাচ্ছি, সবকিছু ঠিকভাবে শেষ করতে পারলে একটি সাকসেসফুল প্রজেক্ট হবে ‘অফিসার রিটার্নস’।

জলি বলেন, ‘অফিসার রিটার্নস’ ছবিতে আমি একজন বার ডান্সার। আমাকে ঘিরে দুটো জমজমাট গান থাকবে। চরিত্রের গভীরতা অনেক বেশি। একেবারে নতুন চরিত্র নিয়ে দর্শকদের সামনে আসবো। নিরব ভাইয়ের সঙ্গে প্রথমবার জুটি বাঁধতে যাচ্ছি। সবমিলিয়ে বলবো, ভালো একটি কাজ হতে যাচ্ছে।

শোনা যাচ্ছে, অফিসার রিটার্নসে অভিনয় করবেন কলকাতার একজন জনপ্রিয় অভিনেতা। এই ছবির গল্প লিখেছেন নির্মাতা বন্ধন বিশ্বাস নিজেই, প্রযোজনা করছেন আব্দুল বাছেদ।

বিস্তারিত

Baccon

অভিষেকের জন্মদিনে অমিতাভের আবেগঘন ট্যুইট

আজ ৫ ফেব্রুয়ারি। ৪২-এ পা দিলেন বলিউড সুপারস্টার অভিষেক বচ্চন। বিগ বি অমিতাভ বচ্চন এ উপলক্ষে নিজের ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। যদিও অভিষেক এখন সপরিবারে অস্ট্রেলিয়াতে অবস্থান করছেন। দুজনার দুটি ভিন্ন টাইম জোনে অবস্থান। তবুও ভারতীয় স্থানীয় সময় সাড়ে ১২টার (১২২৬ এএম) সময় ছেলেকে শুভেচ্ছা জানান তিনি।

শুভেচ্ছা জানাবার জন্য নিজের ট্যুইটার হ্যান্ডেলকে বেছে নেন এই মহাতারকা। ভালোবাসপূর্ণ ও আবেগঘন একটি ট্যুইটে তিনি লেখেন, শুভ জন্মদিন, অভিষেক। যে এখন অন্য একটি সময় অঞ্চলে (টাইম জোন) আছে। (এরপর হিন্দিতে) একটা সময় ছিল যখন ছেলে বাবার হাত ধরে চলত, এখন সময় বদলেছে, এখন বাবা ছেলের হাত ধর চলে। পোস্টের সাথে অভিষেকের নানা বয়সের বেশ কিছু ছবি কোলাজ করে দেন বিগ বি। 

এ ছাড়া নিজের ব্লগেও সন্তানকে নিয়ে একটি লেখা পোস্ট করেন বিগ বি। 

উল্লেখ্য, অমিতাভ ও জয়া বচ্চন দম্পতির দ্বিতীয় সন্তান অভিষেক বচ্চন।
সূত্র : এনডিটিভি 

বিস্তারিত

Virat

বিয়ের পিঁড়িতে বিরাট-আনুশকা

সপরিবারে ছুটি কাটাতে ইতালির উদ্দেশ্যে যাত্রা শুরুর সময় থেকেই মিডিয়া পাড়ায় গুঞ্জন ওঠে বিয়ের পিঁড়িতে বসছেন ক্রিকেট তারকা বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। তবে বরাবরের মতোই একে স্রেফ গুজব বলেই উড়য়ে দেন আনুশকার মুখপাত্র। ইতালিতে ছোট অনুষ্ঠানে আত্মিয়-পরিজন ও ঘনিষ্ঠদের নিয়ে বিয়ের অনুষ্ঠানটি সেরেছেন এ তারকা দম্পতি।

 

সোমবার টুইটারে বিয়ের খবর নিশ্চিত করে পোস্ট করলেও ঠিক কবে ও কখন তাদের বিয়ে হয়েছে তা নিশ্চিত জানাননি তারা। আবেগময় পোস্টের সঙ্গে বিয়ের সুন্দর কিছু ছবিও জুড়ে দেওয়া হয়েছে। ছবিতে বিয়ের সাজে নব-দম্পতি বিরাট ও আনুশকাকে দেখে মুগ্ধ হয়েছেন ভক্তরা!

বিয়ের পরপরই টেস্ট খেলতে সাউথ আফিকায় যাবেন বিরাট। সঙ্গে যাবেন আনুশকাও। সেখানেই থার্টি ফার্স্ট কাটানোর পরিকল্পনা রয়েছে তাদের। জানুয়ারিতে ভারতে ফিরে আনন্দ এল রাই-এর সিনেমার শুটিংয়ে ব্যস্ত হয়ে যাবেন আনুশকা।

 

বিস্তারিত

apu

ডিভোর্সের পর হাস্যোজ্বল ছবি দিয়ে যা লিখলেন অপু

বেশ একটা অস্থির সময়ের মধ্যে দিয়েই যাচ্ছে চিত্রনায়িকা অপু বিশ্বাসের সময়। শাকিব খানের সঙ্গে বিবাহবিচ্ছেদ নিয়ে যে জটিলতায় তিনি পড়েছেন, তার একটা সমাধানই হয়তো খুঁজছেন নায়িকা।

তবে এত কিছুর পরও ভেঙে পড়েননি অপু। যেন সবকিছুই স্বাভাবিকভাবে মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছেন তিনি। আজ (শনিবার) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এমনটাই মনে হবে ভক্তদের।

একটি হাস্যোজ্বল ছবি পোস্ট করে অপু বিশ্বাস লিখেছেন, ‘জীবনে ভালো সময় এবং খারাপ সময় আসবে, মেনে নিতেই হবে ....’।

জনপ্রিয় এ ঢালিউড নায়িকার ভক্তরাও যেন তাকে সাহস জুগিয়ে চলেছেন। অপুর ফেসবুক পোস্টের নিচে এ নিয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন তারা।

উল্লেখ্য, ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। এরই মধ্যে অপু বিশ্বাসের কোলজুড়ে আসে এক পুত্র সন্তান। বিয়ের দীর্ঘ আট বছর পর গত ১০ এপ্রিল বেসরকারি একটি টেলিভিশনে কথা বলতে এসে সেই পুত্রের পিতৃপরিচয় দেশবাসীর কাছে তুলে ধরেন অপু বিশ্বাস। এ সময় শাকিব খানকে স্ত্রী ও তার পুত্রকে মেনে নেওয়ার আহ্বান জানান অপু।

এ নিয়ে গোটা দেশে তোলপাড় শুরু হয়। তাৎক্ষণিকভাবে পরিস্থিতি সামাল দিলে শাকিব খান স্ত্রী অপু বিশ্বাস ও তার শিশু পুত্র আব্রামকে মেনে নেন। কিন্তু আট বছর আগে বিয়ের সম্পর্ক টেলিভিশনের মাধ্যমে জনসম্মুখে আসলে শাকিব-অপুর সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। দু'জনের দেখাদেখি পর্যন্ত বন্ধ হয়ে যায়। অবশেষে সেই সম্পর্ক ইতি ঘটতে যাচ্ছে আনুষ্ঠানিক ডিভোর্সের (তালাক) মাধ্যমে।

২০০৫ সালে আমজাদ হোসেনের 'কাল সকালে' ছবির মাধ্যমে চলচ্চিত্রে পদার্পণ করেন অপু। তিনি ২০০৬ সালে এফআই মানিক পরিচালিত 'কোটি টাকার কাবিন' ছবিতে প্রধান নায়িকা হয়ে অভিনয় করেন শাকিব খানের বিপরীতে। অপু বিশ্বাস ৭২টি ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন। যার মধ্যে বেশির ভাগ ছবি ব্যবসা সফল।

বিস্তারিত

apu

'যারা বাপ্পীকে আমার প্রেমিক বলছে তারা মানসিকভাবে অসুস্থ'

শাকিব খান এবং অপু বিশ্বাসের ডিভোর্সের ব্যাপার নিয়ে এতদিন যে গুঞ্জন ছিল অবশেষে সেটি প্রকাশ্যে আসে। সম্প্রতি অপুর বাসায় ডিভোর্স নোটিশ পাঠিয়েছেন শাকিব।

বয়ফ্রেন্ড প্রসঙ্গ কারণেই এই ডিভোর্স নোটিশটি পাঠানো হয়েছে। এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, আমি খুবই অবাক হয়েছি বাপ্পী চৌধুরীর সঙ্গে আমার সম্পর্ক রয়েছে এমন গুজবে। বাপ্পী আমার ছোট ভাইয়ের মতো। সে আমাকে সম্মান করে। শাকিবকেও অনেক শ্রদ্ধা করে। সে আমার সিনেমার নায়ক হয়ে গেল বলেই যে আমার ঘরেরও নায়ক হয়ে যাবে এটা ভাবার তো কোনো অবকাশ নেই।

 তিনি আরো বলেন, আমি যেমন অনেক নায়কের সঙ্গে কাজ করব তেমনি শাকিবও অনেক নায়িকাদের সঙ্গে কাজ করছে। তবে কেমন করে বাপ্পীকে নিয়ে আমার সঙ্গে প্রেমের সম্পর্কের গুজব ছড়ানো হয় আমি বুঝি না। আমি মনে করি যারা বাপ্পীকে আমার প্রেমিক বানিয়েছে তারা মানসিকভাবে অসুস্থ।

তাদের মানসিক চিকিৎসা দরকার। এ কথা বলে আমাকে ছোট করা হয়েছে। বাপ্পীকেও অপমান করা হয়েছে। কষ্টের ব্যাপার হলো শাকিব এসব গুজবের প্রতিবাদ না করে সব বিশ্বাস করেছে

 

তিনি বলেন, বয়ফ্রেন্ডের যে কথাটা উঠেছে তাতে আমি রীতিমতো হেসেছি। প্রমাণ ছাড়া অহেতুক অভিযোগ করলে হাসি ব্যতিত আর কিছু করার থাকে না। সত্য একদিন প্রকাশ পাবে। আর যেদিন সত্য উন্মোচিত হবে, সেদিন অভিযোগকারীরা লজ্জা পাবে। এখানে অভিযোগকারী আমার নিজের স্বামী।

বিস্তারিত

khan

প্রিয়াঙ্কা চোপড়ার থেকে ‘দূরে সরছেন’ আমির খান?

মাধুরী দীক্ষিত থেকে জুহি চাওলা, রাবিনা ট্যান্ডন কিংবা করিনা কাপুর খান, বলিউডের ‘লিডিং লেডি’-এর প্রায় সবার সাথে অভিনয় করেছেন আমির খান। কিন্তু, এশিয়ার ‘সেক্সিয়েস্ট ওম্যান’-এর সঙ্গে এখনও অভিনয় করতে দেখা যায়নি আমিরকে।

কার কথা বলা হচ্ছে বুঝতে পারছেন তো?

 এসবের মধ্যেই এবার এশিয়ার ‘সেক্সিয়েস্ট ওম্যান’ প্রিয়াঙ্কার সঙ্গে আমির খান অভিনয় করতে পারেন বলে শোনা যাচ্ছিল। খবর ছিল, এই প্রথম প্রাক্তন মিস ওয়ার্ল্ডের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন আমির। পাশাপাশি ওই সিনেমায় ‘মিস্টার ‘পারফেকশনিস্ট’-এর স্ত্রীর চরিত্রে নাকি অভিনয় করতে দেখা যাবে পিগি-কে। বেশ কয়েক মাস আগে এমন খবরই প্রকাশ্যে আসে। কিন্তু, সম্প্রতি জানা যাচ্ছে, পিগি-আমিরকে এক সিনেমায় দেখতে আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। কারণটা অবশ্যই পরিচালক এবং ক্রিয়েটিভ টিম-এর সঙ্গে আমিরের মতান্তর।

সূত্র বলছে, ‘ঠাগস অফ হিন্দুস্থান’-এর শুটিং শেষ হওয়ার পরেই নতুন প্রজেক্টের কাজ শুরু করবেন আমির। যা নিয়ে সংশ্লিষ্ট প্রজেক্টের ক্রিয়েটিভ টিম-এর সঙ্গেও নাকি আমিরের মতবিরোধ শুরু হয়েছে। আগামী বছর স্বাধীনতা দিবসের পরদিন ওই সিনেমার মুক্তির কথা শোনা গেলেও, তা আদৌ হবে কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

কারণ এবার তো বেঁকে বসেছেন খোদ আমিরই। জিনিউজ

বিস্তারিত

apu

কী বলছেন অভিনেত্রীরা

অপু বিশ্বাসকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন শাকিব খান। কার্যকর হবে তিন মাস পর।

কিন্তু শাকিবের এমন সিদ্ধান্তকে অমানবিক বলে মনে করছেন ঢালিউডের অভিনেত্রীরা। কেউ কেউ ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, সমালোচনা করেছেন শাকিবের।

 মৌসুমী : জয়ের জন্য খারাপ লাগছে। সানীর কাছে প্রায়ই জানতে চাই, জয় কেমন আছে। স্বামী-স্ত্রীর মনোমালিন্য হতেই পারে। তাই বলে এখনই ডিভোর্স! আর পাঁচটা বছর পরে হলে কি খুব ক্ষতি হতো? জানি না শাকিব সিদ্ধান্ত বদল করবে কি না, তবে দোয়া করি আবার তাদের সংসার জোড়া লাগুক।

 পপি : যদিও ব্যাপারটা তাঁদের ব্যক্তিগত, তবু আমি এই সিদ্ধান্ত মানতে পারছি না। অপু ভালোবেসে শাকিবকে বিয়ে করেছে, ধর্ম ত্যাগ করেছে। তাদের ঘরে এক বছরের একটি ছেলে আছে।

এ সময় ডিভোর্স হওয়া মানে ছেলেটি তার মা-বাবার সান্নিধ্য হারাবে।

  নিপুণ : বুঝতে পারছি না শাকিব খান দেশের বাইরে বসে কেন একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে? জীবনটাকে কি সে সিনেমা মনে করছে? আমি চাই, দেশে ফিরে সে অপুর সঙ্গে বসুক। দুজন আরেকবার দুজনকে বোঝার চেষ্টা করুক। কারণ এখন জীবন মানে আর শাকিব-অপু নয়, তাদের বাইরে জয়ও আছে। এমন একটি বাচ্চাকে শাকিব কী করে ভুলে যেতে চায়! ভরণ-পোষণ দিলেই কি বাবা হওয়া যায়? আমার বিশ্বাস, আবার তারা এক হবে। অন্তত জয়ের জন্য হলেও স্যাক্রিফাইস করবে।

 বর্ষা : শাকিব-অপুর সংসার ভেঙে যাওয়ায় আমি মর্মাহত। সিনেমার সফল জুটি তারা। ভেবেছিলাম নিজেদের মধ্যে যেটুকু মনোমালিন্য হয়েছিল, তা মিটিয়ে নেবে। অথচ বিপরীত হলো। শাকিব এত দিনের সম্পর্ককে এত সহজেই ছিন্ন করে দিল, এটা মেনে নেওয়া কষ্টের। অপু নিজের পরিবার ও ধর্মকে দূরে ঠেলে শাকিবের কাছে এসেছিল। শাকিবের ওপর ভরসা রেখেই ক্যারিয়ার ত্যাগের সিদ্ধান্ত নিল। এর প্রতিদান কি তালাক? ভক্তরা তাহলে একজন তারকার কাছ থেকে কী শিখবে!

 মাহিয়া মাহি : অপু বিশ্বাসের মতো সংসারী মেয়ে কম দেখেছি। আমি নিজেও এত সংসারী নই। যেটুকু সময় অপুদির সঙ্গ পেয়েছি, সব সময় তাঁর মুখে শাকিব ভাইয়ের গল্প শুনেছি। শাকিব এটা খেতে পছন্দ করে, ওটা করতে ভালোবাসে—আরো কত কী! অথচ বেচারি ভালোবাসার প্রতিদান এই পেলেন! ঘটনাটা শোনার পর থেকে জয়ের মুখটা চোখে ভাসছে। এমন একটা বাবুকে রেখে কিভাবে শাকিব ভাই এই সিদ্ধান্ত নিলেন? ডিভোর্স লেটারের অভিযোগগুলো শুনলাম। এত সামান্য ব্যাপারে কেউ ডিভোর্সের সিদ্ধান্ত নিতে পারে, তা আজ প্রথম জানলাম। এটা একজন তারকার কাছে আশা করিনি আমরা।

বিস্তারিত

Next
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
  • 61
  • 62
  • 63
  • 64
  • 65
  • 66
  • 67
  • 68
  • 69
  • 70
  • 71
  • 72
  • 73
  • 74
  • 75
  • 76
  • 77
  • 78
  • 79
  • 80
  • 81
  • 82
  • 83
  • 84
  • 85
  • 86
  • 87
  • 88
  • 89
  • 90
  • 91
  • 92
  • 93
  • 94
  • 95
  • 96
  • 97
  • 98
  • 99
  • 100
  • 101
  • 102
  • 103
  • 104
  • 105
  • 106
  • 107
  • 108
  • 109
  • 110
  • 111
  • 112
  • 113
  • 114
  • 115
  • 116
  • 117
  • 118
  • 119
  • 120
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

কোলোন ক্যান্সার প্রতিরোধে নিয়মিত খেতে হবে ৯টি খাবার

নিম্ন মধ্যবিত্তের স্বপ্নপূরণের বাধা দূর করার আহ্বান

নৈরাজ্য করলে কঠোর হাতে দমন : স্বরাষ্ট্রমন্ত্রী

অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে সরকার

তাইওয়ানে ৬.৪ মাত্রার ভূমিকম্প

বিএনপির সাবেক এমপি হাসান উদ্দিন সরকারসহ আটক ৬

সংবাদ সম্মেলনে আসছেন খালেদা জিয়া

নাশকতা মোকাবিলায় আওয়ামী লীগের ব্যাপক প্রস্তুতি

প্রয়োজনে সাংবাদিকদের পক্ষে মামলা লড়বেন আইনমন্ত্রী

হাবিবুন নবী খান সোহেল আটক

  • প্রচ্ছদ
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত উত্তরা নিউজ
২০১৩-২০১৬

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ তারেকউজ্জামান খান
বাড়িঃ ১২৫(৩য় তলা), রানাভোলা এভিনিউ রোড, সেক্টরঃ ১০,
উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
মোবাঃ ০১৭১২২৬৩৮৯৬
ই-মেইলঃ info@uttaranews24.com, uttaranewsbd24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি