English
  • Twitter
  • Facebook
  • RSS
  • Google+
  • Vimeo
  • Tumblr
  • Pinterest

logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • আইন ও আদালত
  • শিক্ষাঙ্গন
  • ধর্ম ও জীবন
  • অন্যান্য
    • প্রবাস
    • উত্তরার খবর
    • রাজধানী
    • সারাবাংলা
    • বিচিত্র খবর
    • ফিচার-সাহিত্য
    • স্বাস্থ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • ছবিঘর
    • ভিডিও
  • উত্তরা
প্রচ্ছদ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • আইন ও আদালত
  • শিক্ষাঙ্গন
  • ধর্ম ও জীবন
  • অন্যান্য
    • প্রবাস
    • উত্তরার খবর
    • রাজধানী
    • সারাবাংলা
    • বিচিত্র খবর
    • ফিচার-সাহিত্য
    • স্বাস্থ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • ছবিঘর
    • ভিডিও
  • উত্তরা

ব্রেকিং নিউজ

uttaranews24 এগিয়ে চলছে উত্তরা লেকের কার্যক্রম, দক্ষিণের ৮০ ভাগ কাজ সম্পন্ন    uttaranews24 সোনারগাঁও-শাহ মখদুম সড়কে অধিকাংশ সময় যানজট    uttaranews24 নদী দখলকারীরা নির্বাচন করার ও ঋণ পাওয়ার অযোগ্য: হাইকোর্ট    uttaranews24 উত্তরা ১২ নং সেক্টরে প্রধান সড়কে রাস্তার উপর নির্মাণ সামগ্রী!    uttaranews24 তুরাগ থানা আ.লীগ এর পক্ষ থেকে সাহারা খাতুন (এমপি)কে ফুলেল শুভেচ্ছা    uttaranews24 ফেসবুকে জানান দিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের আত্মহত্যা    uttaranews24 নির্বাচনে জয়-পরাজয়ের ব্যাখা দিলেন সজিব ওয়াজেদ জয়   
  • প্রচ্ছদ
  • শিক্ষাঙ্গন
Vikarunnisa-School

ভিকারুননিসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ

অরিত্রী আত্মহত্যার ঘটনায় বিক্ষোভের মুখে তিন শিক্ষককে বরখাস্ত করার পর নতুন দুজনকে নিয়োগ দিয়েছে ভিকারুননিসার কর্তৃপক্ষ। নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেলেন কলেজ শাখার সহকারি অধ্যাপক হাসিনা বেগম এবং প্রভাতী শাখার প্রধানের দায়িত্ব দেয়া হয়েছে মহসিন তালুকদারকে। ভিকারুননিসার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান গোলাম আশরাফ তালুকদার শুক্রবার রাতে এই সিদ্ধান্তের কথা জানান।

গত সোমবার অরিত্রী আত্মহত্যা করার পর থেকে উত্তেজনা চলছে রাজধানীর নামি এই শিক্ষা প্রতিষ্ঠানে। এর আগে গত বুধবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে চিঠি পাঠায়।

ওই চিঠিতে বলা হয়, অরিত্রী অধিকারীর আত্মহত্যার বিষয়ে তদন্ত প্রতিবেদনে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস, শাখা প্রধান জিনাত আখতার এবং শ্রেণি শিক্ষিকা হাসনা হেনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

এদিকে, এই তিন শিক্ষককে বরখাস্ত করাসহ তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে চিঠি পাঠানো হয়েছে। এ ছাড়া এই তিন শিক্ষকের বেতনভাতা বন্ধের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককেও চিঠি দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

অরিত্রীর বাবা দিলীপ অধিকারী অভিযোগ করে বলেন, অরিত্রী ক্লাস পরীক্ষায় মোবাইলে উত্তরপত্র লিখে নিয়ে গিয়েছিল বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। তাকে পরীক্ষায় অংশ নিতে না দিয়ে স্কুল থেকে সোমবার আমাকে ডেকে পাঠানো হয়। আমি স্কুলের প্রিন্সিপালের রুমে দুঃখ প্রকাশ করতে গেলে তারা অরিত্রীকে টিসি দিয়ে দেবে বলে জানান এবং আমাকে অনেক কথা শোনান। তিনি বলেন, এ সময় আমি মেয়ের সামনেই কেঁদে ফেলি। অরিত্রী হয়তো আমার ওই কান্না-অপমান মেনে নিতে পারেনি। বাসায় ফিরে সে তার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয় এবং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে। বাহির থেকে অনেক ডাকাডাকি করেও দরজা না খোলায়, দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করি। পরে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক আমার মেয়েকে মৃত ঘোষণা করেন।

বিস্তারিত

viqarunnesa-school

অধ্যক্ষসহ বরখাস্ত তিন শিক্ষক, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা !!

অভিভাবকদের ডেকে অপমানের জের ধরে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রভাতী শাখার নবম শ্রেণির ছাত্রী অরিত্রী অধিকারীর আত্মহননের ঘটনায় প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ তিন শিক্ষককে বরখাস্ত করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বুধবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ  সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান। একই সঙ্গে এই তিনজন শিক্ষকের এমপিও বাতিল করারও সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটি আত্মহত্যার প্ররোচণার অভিযোগের প্রমাণ পেয়েছে। এ বিষয়ে তদন্ত কমিটি মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে প্রতিষ্ঠানটির গভর্নিং বডিকে প্রিন্সিপাল (ভারপ্রাপ্ত) নাজনীন ফেরদৌস, বেইলি রোড ক্যাম্পাসের প্রভাতী শাখার প্রধান জিনাত আক্তার ও শিক্ষক হাসনা হেনাকে বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি এই তিন শিক্ষকের বিরুদ্ধে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী। ওই শিক্ষকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও গ্রহণের কথা বলেন তিনি।

প্রসঙ্গত, গত সোমবার দুপুরে শান্তিনগরের নিজ বাসা থেকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রী অধিকারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ওই শিক্ষার্থীর পরিবারের দাবি, অরিত্রীর বিরুদ্ধে ফাইনাল পরীক্ষায় নকলের অভিযোগ তুলে তার বাবাকে ডেকে পাঠায় স্কুল কর্তৃপক্ষ। পরে অরিত্রীর বাবাকে জানানো হয় তার মেয়েকে টিসি দেওয়া হবে। এ সময় প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপাল অরিত্রীর সামনে তার বাবাকে অপমান করেন। এ ঘটনায় সে আত্মহত্যা করেছে। পরে সোমবার সন্ধ্যায় ভারপ্রাপ্ত অধ্যক্ষা নাজনীন ফেরদৌস ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে অরিত্রীর পরিবারকে সান্ত্বনা দিতে যান। এ সময় অরিত্রীর স্বজনরা উত্তেজিত হয়ে তার ওপর চড়াও হন। এ সময় তিনি টিসি দেওয়ার বিষয়টি অস্বীকার করেন।

এদিকে এ ঘটনায় মামলা হয়েছে। এতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌসকে প্রধান আসামি করা হয়েছে।

অন্যদিকে, শিক্ষার্থীর আত্মহত্যাকে কেন্দ্র করে চলমান আন্দোলনের মধ্যে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বেইলি রোড শাখার ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক ও গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি মুশতারি সুলতানা এ তথ্য জানিয়েছেন।

এর আগে সহপাঠী শিক্ষার্থী অরিত্রি অধিকারীকে ‘আত্মহত্যায় প্ররোচনা’ দিয়ে মৃত্যুর পথ বেছে নিতে বাধ্য করার অভিযোগে আজ সকাল থেকে দ্বিতীয় দিনের মতো আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। সহপাঠীর আত্মহত্যার প্ররোচনাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে বেইলি রোড শাখার গেটের বাইরে বসে পড়ে তারা।

বিস্তারিত

dhaka-news

জড়িতদের পদত্যাগ দাবিতে ভিকারুননিসার শিক্ষার্থীদের

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা পরীক্ষা বর্জনসহ কর্মসূচি দিয়ে বিদ্যালয় ছাড়ল। মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে এ কর্মসূচি ঘোষণা করেন তারা। 

তাদের কর্মসূচির মধ্য রয়েছে বুধবারের সব পরীক্ষা বর্জন, সকাল ১০টায় কলোব্যাজ ধারণ ও ক্যাম্পাসের সামনে অবস্থান, প্রচলিত আইনে সহপাঠীর আত্মহত্যার বিচার এবং গভর্নিং বডিসহ অধ্যক্ষের পদত্যাগ।

নবম শ্রেণীর শিক্ষার্থী আনুশকা বলেন, আমাদের সহপাঠীকে আমরা হারিয়েছি। আর কাউকে আমরা এভাবে অকালে হারাতে চায় না। আমরা একটা ন্যায় বিচারের আশায় বুধবার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সামনে আমাদের অবস্থান কর্মসূচি চলবে। বিজয়ের মাসে স্কুল থেকে দেওয়া শাপলা ফুলের ব্যাজের পরিবর্তে কালোব্যাজ পরবো। পাশাপাশি বুধবারের সব পরীক্ষা বর্জন ঘোষণা করছি। যদি পরীক্ষা নেওয়া হয় তাহলে আমরা তা হতে দেব না।

নাজমা নামে অপর শিক্ষার্থী বলেন, আমরা শুধু পরীক্ষা বর্জন করব না অধ্যক্ষেরও পদত্যাগ চাই। বর্তমান কমিটি দায়িত্ববান না দায়িত্বহীনের পরিচয় দিয়েছে। তাই গভর্নিং বডির পদত্যাগ চাই। শিক্ষাকে বাণিজ্যের যে রূপ দিয়েছে তা মানি না। শিক্ষা ও ব্যবস্থাপনার পরিবর্তন চাই। সবাইকে যথা সময়ে আসার আহ্বান রাখছি, আজকের মতো আমাদের কর্মসূচি সমাপ্তি করা হলো।

সোমবার দুপুরের দিকে রাজধানীর শান্তিনগরে গলায় ফাঁস দিয়ে অরিত্রী অধিকারী (১৫) নামে ভিকারুননিসার এক স্কুলছাত্রী আত্মহত্যা করেন। অরিত্রী শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান শাখার নবম শ্রেণির ছাত্রী ছিলেন।

অরিত্রীর বাবা দিলীপ অধিকারী জানান, অরিত্রীর স্কুলের বার্ষিক পরীক্ষা চলছিল। রবিবার (০২ ডিসেম্বর) পরীক্ষা দেওয়ার সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করে স্কুল কর্তৃপক্ষ। এ ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ আমাদের স্কুলে যেতে বলে। স্কুলে যাওয়ার পর কর্তৃপক্ষ জানায়, তার মেয়ে পরীক্ষার হলে মোবাইলের মাধ্যমে নকল করছিল। তাই তাকে টিসি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ খবর শোনার পর স্কুল থেকে অরিত্রি বাসায় ফিরে ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেয়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দিলীপ অভিযোগ করেন, স্কুল কর্তৃপক্ষ মেয়ের সামনে আমাকে অপমান করেছে এবং জানিয়েছে অরিত্রী পরীক্ষা দিতে পারবে না। এছাড়া তাকে টিসিও দিয়ে দেয়া হবে। এ মানসিক আঘাত সইতে না পেরে সে বাসায় ফিরে আত্মহত্যা করেছে।

আর সহপাঠীর আত্মহত্যার ঘটনায় সুষ্ঠু বিচার ও অধ্যক্ষের পদত্যাগ দাবি করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

বিস্তারিত

JSC-JDC-bh24

২৭ ডিসেম্বরের মধ্যে জেএসসি-জেডিসির ফল প্রকাশ হবে

প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ আগামী ২৫ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে করতে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠিয়েছে দুই মন্ত্রণালয়।

 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় পরিবর্তন ডটকমকে বলেন, আমরা পঞ্চমের মতো সমাপনীর ফলাফল ২৬ বা ২৭ ডিসেম্বর প্রকাশের জন্য প্রধানমন্ত্রীর কাছে সময় চেয়েছি।

মন্ত্রণালয়ের আরেক সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় চেয়ে গত সোমবার প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠানো হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

শিক্ষা মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা বলেন, অষ্টমের সমাপনীর ফল ২৫ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করতে প্রধানমন্ত্রীর কাছে সময় চাওয়া হয়েছে। প্রধানমন্ত্রী যেদিন সময় দেবেন সেদিন ফল প্রকাশ করা হবে। এই সময়ের মধ্যে ফল প্রকাশের সকল প্রস্তুতি নিচ্ছে মন্ত্রণালয়।

বিস্তারিত

ssc-exam-routine

এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি প্রকাশ

আগামী ২ ফেব্রুয়ারি থেকে  শুরু হবে ২০১৯ খ্রিস্টাব্দের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা।  ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত এ পরীক্ষা চলবে। আর ২৭ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করার নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ নভেম্বর) পরীক্ষার সূচি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

শিক্ষা মন্ত্রণালয় এবং ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.moedu.gov.bd এবং www.dhakaeducationboard.gov.bd) তা পাওয়া যাচ্ছে।

এতে পরীক্ষার্থীদের উদ্দেশে বিভিন্ন নির্দেশনা দেয়া হয়েছে। শিক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। শিক্ষার্থী নিজ প্রতিষ্ঠানে পরীক্ষা দিতে পারবে না।

বিস্তারিত

ju-2018

জাবিতে শিক্ষার্থীকে নম্বর না দেওয়ার অভিযোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গণিত বিভাগের অধ্যাপক জেসমীন আখতারের বিরুদ্ধে ‘ব্যক্তিগত ক্ষোভ’ থেকে ৪৩ আবর্তনের এক শিক্ষার্থীকে ক্লাসে উপস্থিত হওয়া ও টিউটোরিয়াল পরীক্ষায় অংশ নেওয়ার পরও কোনো নম্বর না দেওয়ার অভিযোগ উঠেছে। ভালো পরীক্ষা দিলেও স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের চূড়ান্ত পর্বের পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন ওই শিক্ষার্থী। শুধু তাই নয়, ওই ব্যাচের সব শিক্ষার্থীকেই উপস্থিতি ও অনুশীলন পরীক্ষায় ইচ্ছাকৃতভাবে নম্বর কমিয়ে দেওয়ার অভিযোগও করছেন শিক্ষার্থীরা।

ক্লাস উপস্থিতি ও টিউটোরিয়ালে ৩০ নম্বরের মধ্যে ‘শূন্য’ পাওয়া ভুক্তভোগী শিক্ষার্থী হলেন মুক্তা বিশ্বাস। গত ১৪ নভেম্বর তার ব্যাচের (২০১৩-১৪ শিক্ষাবর্ষ) স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের চূড়ান্ত পর্বের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এরপর বিভাগীয় সভাপতি বরাবর উপস্থিতি ও টিউটোরিয়াল পরীক্ষার নম্বর পূনর্মূল্যায়নের আবেদন করেছেন গণিত বিভাগের ৪৩ ব্যাচের শিক্ষার্থীরা। পূনর্মূল্যায়ন এই আবেদনের একটি কপি সারাবাংলার হাতে রয়েছে।

ওই শিক্ষার্থীদের দাবি, স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের ফ্লুইড মেকানিকস (কোর্স নম্বর ৪০৯) কোর্সে শতভাগ উপস্থিতি থাকা সত্ত্বেও কেউই উপস্থিতিতে (একটি কোর্সে ক্লাস উপস্থিতিতে ১০ নম্বর) পূর্ণ নম্বর পাননি। যদিও বাকি কোর্সগুলোতে অনেক শিক্ষার্থী ক্লাসে উপস্থিতিতে পূর্ণ নম্বর পেয়েছেন। এছাড়া ভালো পরীক্ষা দিয়েও অন্যান্য কোর্সের তুলনায় এই কোর্সটিতে সব শিক্ষার্থী টিউটোরিয়ালে কম নম্বর পেয়েছেন



শিক্ষার্থীরা বলছেন, কোর্স শিক্ষক অধ্যাপক জেসমীন আখতার ‘ব্যক্তিগত ক্ষোভ’ থেকে সবার নম্বর কমিয়ে দিয়েছেন। এমনকি মুক্তা বিশ্বাসের ওপর ক্ষোভ থাকায় তিনি টিউটোরিয়াল ও ক্লাস উপস্থিতির মোট ৩০ নম্বরের মধ্যে ‘শূন্য’ দিয়েছেন। যে কারণে মুক্তা বিশ্বাস চূড়ান্ত পরীক্ষায় অন্যান্য কোর্সে কৃতকার্য হলেও ৪০৯ কোর্সটিতে অকৃতকার্য হয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক জেসমীন আখতার বাংলাকে বলেন, ‘এটা একটা মিসটেক। আমি এরই মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর সংশোধনী পাঠিয়ে দিয়েছি।’

অন্যান্য কোর্সে উপস্থিতিতে পূর্ণ নম্বর পেলেও আপনার কোর্সে কোনো শিক্ষার্থীই পূর্ণ নম্বর পাননি কী কারণে— এমন প্রশ্নের জবাবে অধ্যাপক জেসমীন বলেন, ‘সব ক্লাসে হয়তো উপস্থিত ছিল না। এজন্য পূর্ণ নম্বর পায়নি।’ তিনি বলেন, ‘আমি বরাবরই শিক্ষার্থীদের বেশি নম্বর দিয়ে থাকি। আমার সহকর্মীরা মাঝে মাঝে বলে থাকেন, আপনি কেন এত নম্বর দেন। এবারই প্রথম আমার বিরুদ্ধে অভিযোগ শুনছি যে আমি নম্বর কম দিয়েছি



তবে কথার একপর্যায়ে মুক্তা বিশ্বাস প্রসঙ্গে অধ্যাপক জেসমীন বলেন, চতুর্থ বর্ষে তার কোর্সের একটি ক্লাসে মুক্তা বিশ্বাস অন্যের হয়ে উপস্থিতি দেন। মুক্তা বিশ্বাস তার পূর্বপরিচিত হওয়ায় তিনি তা হাতেনাতে ধরে ফেলেন। তবে ওই দিন বারবার জিজ্ঞাসা করলেও মুক্তা নিজের পরিচয় গোপন করেন এবং যার পরিবর্তে তিনি পরীক্ষা দিচ্ছেলেন, তার নামকেই নিজের নাম হিসেবে উপস্থাপন করেন। পরে ক্লাসের অন্য শিক্ষার্থীদের কাছে জানতে চাইলে তারাও মুক্তার প্রকৃত পরিচয় এড়িয়ে মিথ্যা পরিচয় দেন শিক্ষকের কাছে।

অধ্যাপক জেসমীন বলেন, ‘আমি অন্যায় একেবারেই সহ্য করতে পারি না। এখন তো ছেলেমেয়েরা মাঝেমাঝেই অন্যের হয়ে উপস্থিতি দেয়। তবে আমি বলি, এটা করার দরকার নেই। আমি তোমাদের নম্বর বেশি দিয়ে দেবো।’

তিনি আরও বলেন, আমি আমার কোর্সের চূড়ান্ত পরীক্ষার আগে টিউটোরিয়াল ও উপস্থিতির নম্বর প্রকাশ করি। কিন্তু সেসময় বা তার পরে সে আমার সঙ্গে আর যোগাযোগ করেনি। পরে আমি ভুলে সেটা পরীক্ষা নিয়ন্ত্রকে পাঠিয়ে দিয়েছি।

এ বিষয়ে গণিত বিভাগ ৪৩ ব্যাচের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের চূড়ান্ত পর্বের পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ সাব্বির আহমেদ এবং গণিত বিভাগের সভাপতি অধ্যাপক মো. শরিফ উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি

তবে নাম প্রকাশ না করার শর্তে গণিত বিভাগের এক শিক্ষার্থী বলেন, ফ্লুইড মেকানিকস কোর্সের চূড়ান্ত পরীক্ষার কিছুক্ষণ আগে ওই কোর্সের টিউটোরিয়াল ও উপস্থিতির নম্বর প্রকাশ করা হয়। প্রত্যাশিত নম্বর না পাওয়ায় তিনি পরীক্ষাকেন্দ্রে অধ্যাপক জেসমীন আখতারকে বিষয়টি নিয়ে প্রশ্ন করেন। তবে সে সময় তিনি ‘ফলাফল পরীক্ষা নিয়ন্ত্রকে পাঠানো হয়ে গেছে, এখন আর কিছু করার নেই’ বলে মন্তব্য করেন বলে দাবি করেন ওই শিক্ষার্থী।

বিস্তারিত

iubat-robot-award

আইইউবিএটি রোবোটিকস দলের সাফল্য

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার এন্ড টেকনোলজির (আইইউবিএটি) রোবোটিকস দল ‘আইউউবিএটি ডিসেপ্টিকন্স’ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, বোম্বে (আইআইটি) কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক প্রতিযোগিতার জোনাল রাউন্ডে‘কোজমো ক্ল্যান্চ’ সেগমেন্টে ২য় স্থান লাভ করেছে। তারা আইআইটির টেকফেস্ট ২০১৮-১৯ মূল পর্বে অংশ গ্রহন করবে ।‘আইউউবিএটি ডিসেপ্টিকন্স দলের সদস্যরা হলেন সোহাগ রানা, মাশরুর আলম, মোঃ আতাউর রহমান ও মোঃ আশরাফ আলী। সবাই আইইউবিএটির মেকানিক্যাল ডিপার্টমেন্ট এর শিক্ষার্থী।

সন্ধ্যায় আইইউবিএটি জনসংযোগ শাখা হতে এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

বিস্তারিত

dudak-chairman

এসএসসি পরীক্ষায় অতিরিক্ত ফি বন্ধে দুদকের কড়া হুশিয়ারি

দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, এসএসসি পরীক্ষায় অতিরিক্ত ফি নিলে কঠোর ব্যবস্থা থাকবে। এক্ষেত্রে আমাদের কঠোর বার্তা থাকবে। অ্যাকশনে যাবে দুদক।

মঙ্গলবার দুপুরে দুদকের প্রধান কার্যালয়ের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, ‘আমাদের কঠোর বার্তা, মন্ত্রণালয়ও কঠোর, আমরাও কঠোর। আমাদের সীমাবদ্ধতা আছে, আমাদের সব জায়গায় অফিস নেই। তবুও আমরা চেষ্টা করি। সমাজে একটা ম্যাসেজ যাওয়া দরকার। বাচ্চাদের লেখাপড়া দরকার। ফেল করলে হবে না। জ্ঞান অর্জন করতে হবে, ফেল করলে তো জ্ঞান অর্জন হবে না। শিক্ষা মন্ত্রণালয় কঠোর অবস্থানে আছেন, শিক্ষামন্ত্রী ব্যবস্থা নিবেন।’

তিনি বলেন, ‘যারা দেশের আইন মানছে না, দুর্নীতিতে নিমজ্জিত হচ্ছেন। এসব লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। কোথাও তিন হাজার কোথাও চার হাজার, এক সাবজেক্টে দুই হাজার, এটাতো হতে পারে না। আমরা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট কীভাবে করবো?।’

এক প্রশ্নের জবাবে ইকবাল মাহমুদ বলেন, ‘যদি কেউ ফেরতের কথা বলে ইটস রং। অপরাধ সংগঠিত হয়ে গেছে ফেরতের কোনো বিষয় না। আমরা অ্যাকশনে যাব। এ বিষয়ে দুদকে কয়েক হাজার অভিযোগ এসেছে। নিয়মিত অফিযোগ আসছে।’

বিস্তারিত

eid-e-milad-un-nabi

ঈদে মিলাদুন্নবীতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভার নির্দেশ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বুধবার শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াজ মাহফিল ও আলোচনা সভা আয়োজনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত চিঠি গতকাল সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে।

চিঠিতে ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে আগামী ২১ নভেম্বর সরকারি-বেসরকারি স্কুল ও কলেজে ওয়াজ মাহফিল ও আলোচনা সভা আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে বলা হয়েছে।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, ২০১৮ সালের ছুটির তালিকা অনুযায়ী ২১ নভেম্বর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি রাখা হয়েছে। কিন্তু কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ জাগানোর অংশ হিসেবে এই সিদ্ধান্ত। এছাড়া গত ১৮ নভেম্বর ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়ে এ সংক্রান্ত চিঠি পাঠিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে কর্মসূচির আয়োজন করতে বলা হয়।

কর্মকর্তারা বলছেন, এক্ষেত্রে হযরত মুহাম্মদ (সা.) এর জীবন ও কর্মের ওপর, বিশেষ করে ইসলামের শান্তি, প্রগতি. সৌহার্দ, সহিষ্ণুতা, বিশ্ব ভ্রাতৃত্ব, মানবাধিকার, নারীর মর্যাদা ইত্যাদি বিষয়ের ওপর আলোচনা সভার আয়োজন করতে হবে।

বিস্তারিত

iubat-nobanno-utshab-1425

আইইউবিএটিতে জাতীয় নবান্ন উৎসব পালন


উত্তরা নিউজ ডেস্ক: ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি (আইইউবিএটি) এর কলেজ অব এগ্রিকালচারাল সাইন্সেস অনুষদের উদ্যোগে স্থায়ী ক্যা¤পাসে প্রতি বছরের ন্যায় এবারও পালন করা হয় নবান্ন উৎসব-১৪২৫।


আইইউবিএটি ক্যাপাসে গান,কবিতা আর নৃত্যের তালে তালে তুলে ধরা হয় গ্রাম বাংলার আবহমান নবান্নের ঐতিহ্য এবং পিঠা উৎসবের আয়াজন করা হয়।


নবান্ন উৎসব-১৪২৫ অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন আইইউবিএটি'র উপাচার্য অধ্যাপক ড আবদুর রব, প্রধান অতিথি হিসাবে উপিস্থিত ছিলেন অধ্যপক ড. এম জহিরউদ্দিন, ডীন,ফ্যাকালটি অব এগ্রিকালচার, বাংলাদেশ এগ্রিকালচার বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ। বিশেষ অতিথি হিসাবে অনুষ্ঠানে উপিস্থিত ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ড হামিদা আখতার বেগম , জাইকা বাংলাদেশ এগ্রিকালচার প্রোগ্রাম এর উপদেষ্টা রুইচি কাটসুকি ,অতিরিক্ত পরিচালক (ট্রেইনিং) ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার এক্সটেনশন প্রমুখ ।


এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, ছাত্র-ছাত্রী,এ্যালুমনাই ও আগত অতিথিবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কলেজ অব এগ্রিকালচারাল সাইন্সেস অনুষদের ডীন ড. শহীদুল্লাহ মিয়া।

বিস্তারিত

Next
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

৫১ নং ওয়ার্ডকে মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো: মামুন সরকার

৫১ নং ওয়ার্ডের বিভিন্নস্থানে ঠেলাগাড়ি প্রার্থীর পোস্টার ছিড়ে ফেলা হচ্ছে

হাবিব হাসানের সাক্ষাতে উত্তরা প্রেস ক্লাব সোসাইটি’র নেতৃবৃন্দ

বাসে তরুণীকে যৌন নিপীড়ন; নিপীড়কের হাত কেটে দিতে বললো তরুণী

টঙ্গীতে গাছ কেটে সরকারী জায়গা দখলের অভিযাগ

বিশ্ব ইজতেমার ম্যাপ ও জেলা দায়িত্বশীলদের তালিকা প্রকাশ

ঢাকাকে কাঁদিয়ে বিপিএলে চ্যাম্পিয়ন কুমিল্লা

এগিয়ে চলছে উত্তরা লেকের কার্যক্রম, দক্ষিণের ৮০ ভাগ কাজ সম্পন্ন

উত্তরায় ‘পুলিশ সেবা সপ্তাহ ২০১৯’ পালিত

কোনভাবেই প্রশ্নফাঁস সম্ভব নয়: উত্তরায় শিক্ষামন্ত্রী

৫১ নং ওয়ার্ডের বিভিন্নস্থানে ঠেলাগাড়ি প্রার্থীর পোস্টার ছিড়ে ফেলা হচ্ছে

আইইউবিএটিতে ৮০তম ওরিয়েন্টেশন প্রোগ্রাম পালিত

৫৩ নং ওয়ার্ডকে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তুলবো

আলোকিত সমাজ গড়তে সকল স্তরের জনগণের কাছে দোয়া চাই: মিনারা সুলতানা

আাগামী মাসের ১৫, ১৬ ও ১৭ তারিখ তুরাগ তীরে বিশ্ব ইজতেমা

নেত্রকোণায় চার সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ভিত্তিহীন

উত্তরায় দুই দিনে চার স্থানে অগ্নিকাণ্ড!! ব্যাপক ক্ষয়ক্ষতি

বিশ্ব ইজতেমার ম্যাপ ও জেলা দায়িত্বশীলদের তালিকা প্রকাশ

এগিয়ে চলছে উত্তরা লেকের কার্যক্রম, দক্ষিণের ৮০ ভাগ কাজ সম্পন্ন

টঙ্গীতে গাছ কেটে সরকারী জায়গা দখলের অভিযাগ

  • প্রচ্ছদ
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত উত্তরা নিউজ
২০১৩-২০১৬

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ তারেকউজ্জামান খান
বাড়িঃ ১২৫(৩য় তলা), রানাভোলা এভিনিউ রোড, সেক্টরঃ ১০,
উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
মোবাঃ ০১৭১২২৬৩৮৯৬
ই-মেইলঃ info@uttaranews24.com, uttaranewsbd24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি