আজ সোমবার প্রায় শত বছরের স্বপ্ন পূরণ হলো আলীগড় খ্যাত সরকারি সা’দত কলেজ শিক্ষার্থীদের। কলেজটি প্রতিষ্ঠার পর থেকেই টাঙ্গাইলের পূর্বাঞ্চলের শতশত শিক্ষার্থী-অভিভাবকদের দাবি ছিল কলেজ বাস সার্ভিস চালুর। দীর্ঘদিন পর অবশেষে এ অঞ্চলের শিক্ষার্থীদের প্রত্যাশিত প্রাণের দাবি পূরণ হল। সোমবার চালু হল বাস সার্ভিস।
সোমবার সকালে সখীপুর পৌরশহর থেকে শিক্ষার্থীদের নিয়ে দু’টি বাস কলেজ ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে যায়। এই প্রথম বারের মতো সরকারি বাসে চড়ে কলেজে যেতে পারায় বাঁধভাঙা আনন্দ উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে শিক্ষার্থীদের মাঝে। ভোর থেকেই শিক্ষার্থীরা পৌর শহরে জড়ো হতে থাকে। বাস সার্ভিস চালু উপলক্ষে রবিবার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা কলেজ কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়ে শহরে আনন্দ শোভাযাত্রা এবং সমাবেশ করেছে।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রেজাউল করিম ও উপাধ্যক্ষ প্রফেসর আলীম মাহমুদ বলেন, 'টাঙ্গাইলের পূর্বাঞ্চলের সখীপুর, বাসাইল, ভালুকা, কালিহাতী ও ঘাটাইল উপজেলার শতশত ছাত্রছাত্রীরা বাস সার্ভিস চালুর ফলে নিরাপদে কলেজে আসা-যাওয়া করতে পারবেন। ছুটির দিন ছাড়া নিয়মিত এ সার্ভিস চালু থাকবে।’
সকালে বাসে উঠে একাধিক শিক্ষার্থী এ প্রতিবেদককে জানান তাদের আনন্দ উচ্ছ্বাসের কথা। কয়েকজন শিক্ষার্থী বলেন, 'কলেজে যেতে তারা বিভিন্ন সময় পরিবহনের অপেক্ষায় থেকে সময় মতো পৌঁছতে পারতেন না। এ ছাড়াও নারী শিক্ষার্থীরা নানা অসুবিধার মুখোমুখি হতো। কলেজের বাসে আসা-যাওয়ায় তারা নিরাপদ বোধ করছেন এবং নিয়মিত ক্লাস করে ভালো ফলাফল করতে পারবেন বলেও জানান।’
এ বিষয়ে সরকারি সা’দত কলেজের দুইবারের ছাত্র সংসদের সাবেক ভিপি ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম বলেন, 'বিভিন্ন সময় আমরা বাস সার্ভিস চালুর ব্যাপারে আন্দোলন করে এসেছিলাম। টাঙ্গাইল পূর্বাঞ্চলের শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালুর দাবিটি পূরণ মাইলফলক ঘটনা হয়ে থাকবে।’
সরকারি সা’দত কলেজ অবিভক্ত বাংলায় মুসলমানদের প্রতিষ্ঠিত প্রথম কলেজ। ১৯২৬ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়। কলেজটি প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশের শিক্ষা উন্নয়নের ক্ষেত্রে এক অনন্য অবদান রেখে চলেছে।