ফেনীতে ডাকাতির প্রস্তুতিকালে বিভিন্ন সরঞ্জামসহ ১১ জন আন্তঃজেলা ডাকাতকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি দেশী তৈরি এলজি, ছয়টি কাতুর্জ, দুইটি চাপাতি, দুইটি বড় কার্টার, একটি তালা ভাঙার যন্ত্র, একটি ছোরা, একটি প্লাস, স্কু-ডাইভার ও দামী ৬০ পিস মোবাইল
সেট উদ্ধার করেছে ফেনীর পুলিশ সুপার মো. রেজাউল হক পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শহরের মহিপালের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। আটককৃতরা হলেন: আদুল্লাহ আল মামুন ওরপে বাবুল, মো. জুয়েল সদ্দার ওরফে রানা, মো. জাবেদ (২৮), মো. আলম (৩০), মো. শামীম (২২), মো. মোশারফ হোসেন (২৬), মো. কামরুল (২২), মো. সুলতান (২১) , মা. শরিফুল ইসলাম (২০) ও মো. সিরাজ (২২)। আটকৃতদের অধিকাংশ কুমিল্লা মুরাদ নগরের বাসিন্দা।
পুলিশ জানায়, আটককৃত ডাকাতরা মোবাইল ডিবাইস ও আধুনিক যন্ত্র পাতির মাধ্যমে ভোর রাতে দেশের বিভিন্ন মোবাইল দোকানে ও বিকাশ পয়েন্টে চুরি ও ডাকাতি করে থাকে। তারা স্বীকার করে যে, ঢাকা, সিলেট, ব্রাক্ষণবাড়িয়া, কুমিল্লা, গাজীপুর ও চট্টগ্রামের বড় বড় বিপনী বিতানের মোবাইল দোকান ও বিকাশ এজেন্ট হাউজে গভীর রাতে তালা কেটে লক্ষ লক্ষ টাকার মোবাইল সেট ও টাকা নিয়েছেন।