English
  • Twitter
  • Facebook
  • RSS
  • Google+
  • Vimeo
  • Tumblr
  • Pinterest

logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • আইন ও আদালত
  • শিক্ষাঙ্গন
  • ধর্ম ও জীবন
  • অন্যান্য
    • প্রবাস
    • উত্তরার খবর
    • রাজধানী
    • সারাবাংলা
    • বিচিত্র খবর
    • ফিচার-সাহিত্য
    • স্বাস্থ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • ছবিঘর
    • ভিডিও
  • উত্তরা
প্রচ্ছদ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • আইন ও আদালত
  • শিক্ষাঙ্গন
  • ধর্ম ও জীবন
  • অন্যান্য
    • প্রবাস
    • উত্তরার খবর
    • রাজধানী
    • সারাবাংলা
    • বিচিত্র খবর
    • ফিচার-সাহিত্য
    • স্বাস্থ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • ছবিঘর
    • ভিডিও
  • উত্তরা

ব্রেকিং নিউজ

uttaranews24 রংপুরে বোরো চাষে সেচ খরচ বৃদ্ধি    uttaranews24 মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট গ্রেপ্তার    uttaranews24 মালদ্বীপের প্রধান বিচারপতি গ্রেপ্তার    uttaranews24 জোড়া সেঞ্চুরিতে ক্যারিয়ারের সেরা অবস্থানে মুমিনুল    uttaranews24 রাতজুড়ে মালদ্বীপে ঘটে যাওয়া ঘটনা    uttaranews24 রাতজুড়ে মালদ্বীপে ঘটে যাওয়া ঘটনা    uttaranews24 কাঁঠালবাড়ী-শিমুলিয়া ফেরি চলাচল বন্ধ   
  • প্রচ্ছদ
  • অর্থ ও বাণিজ্য
অধ্যাপকের আইডিবি

বাংলাদেশি অধ্যাপকের আইডিবি পুরস্কার লাভ

যুক্তরাষ্ট্রের নিউ অর্লিন্স বিশ্ববিদ্যালয়ের ইকনোমিক্স অ্যান্ড ফাইন্যান্স বিভাগের অধ্যাপক এম কবীর হাসান ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) পুরস্কার লাভ করেছেন। ইসলামী অর্থনীতি, ব্যাংকিং এবং ফাইন্যান্স বিষয়ে অসামান্য গবেষণার জন্য তিনি সম্মানজনক এ পুরস্কারে ভূষিত হন।

ইন্দোনোশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত সম্প্রতি আইডিবির ৪১তম বার্ষিক সাধারণ সভায় তাকে এ পুরস্কার দেওয়া হয়।

সোমবার সকালে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কবীর হাসান ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ) কর্তৃক প্রকাশিত ইসলামিক ইকোনোমিক্স, ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স জার্নালের সম্পাদক।

তিনি বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত সেমিনারে তিনশ’র অধিক গবেষণাপত্র উপস্থাপন করেছেন। এ ছাড়া তিনি ইসলামী অর্থনীতি ও ব্যাংকিং বিষয়ে বিশ্বের বিভিন্ন আসরে বক্তব্য পেশ করেছেন।

তিনি যুক্তরাষ্ট্রের গুস্তাভাস অ্যাডলফস কলেজ থেকে ১৯৮৫ সালে অর্থনীতি ও গণিতে স্নাতক ও নেব্রাস্কা-লিংকন বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৭ সালে এমএ ডিগ্রি লাভ করেন এবং একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯০ সালে ফাইন্যান্সে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

কবীর হাসান কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে ১৯৭৮ সালে এসএসসি ও ১৯৮০ এইচএসসিতে সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেন।

বিস্তারিত

কর প্রদান

কর প্রদানে সবাইকে এগিয়ে আসার আহ্বান

আগামী অর্থবছরের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা পূরণে কর প্রদানে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

রাজধানীর মহাখালীর হোটেল অবকাশে শুক্রবার মূসক, শুল্ক এবং আয়কর বিষয়ের ওপর আয়োজিত দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বাংলাদেশ ট্যাক্স ট্রেনিং ইনস্টিটিউট (বিটিটিআই) এ কর্মশালার আয়োজন করে।

এনবিআর চেয়ারম্যান বলেন, উন্নয়নের অক্সিজেন হলো রাজস্ব। এই রাজস্বকে সরবরাহ করতে হবে। এর জন্য কর প্রদানের মাধ্যমে দেশে রাজস্বে অনুকূল পরিবেশ তৈরি করা জরুরি।

প্রত্যক্ষ বা পরোক্ষ যে করের আওতায় আপনারা পড়ুন, সঠিকভাবে সেই কর প্রদানে দেশবাসীর সহযোগিতা চাচ্ছি।

দেশবাসী সবাই মিলে একসঙ্গে কাজ করলে আগামী অর্থবছরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। নজিবুর রহমান বলেন, কর প্রশাসন এখন সুশাসন ব্যবস্থাপনার মধ্য দিয়ে যাচ্ছে।

কর কর্মকর্তারা যেন কোনোভাবে দুর্নীতি কিংবা করদাতাদের হয়রানি করতে না পারে, এ ব্যাপারে ‘জিরো টলারেন্স’ দেখানো হচ্ছে। পাশাপাশি ডিজিটাল ব্যবস্থাপনার সুফল করদাতারা পাচ্ছেন।

তিনি আরো বলেন, দেশে রাজস্ব সংস্কৃতি গড়ে তোলার প্রয়াস নেওয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানসহ সংসদ সদস্যরা নানা জায়গায় কর-রাজস্ব নিয়ে কথা বলবেন।

আয়কর, মূসক ও শুল্কের সর্বশেষ আইনের বিষয়ে দেশবাসীকে সচেতন করার চেষ্টা করছি। উন্নয়ন কার্যক্রম পরিচালনায় অভ্যন্তরীণ রাজস্ব আয় বাড়ানোর বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে এনবিআর সাবেক সদস্য মো. সৈয়দ আমিনুল করিম বলেন, দেশে কর-জিডিপি অনুপাত খুবই কম। এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।

প্রশিক্ষণ কর্মশালায় আয়কর আইনজীবীসহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর কর্মকর্তারা অংশ নেন।

বিটিটিআইয়ের প্রধান উপদেষ্টা শ্যামল কান্তি ঘোষের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে এনবিআর সদস্য মো. রেজাউল হাসান, ঢাকা কাস্টমস হাউসের কমিশনার মো. লুৎফর রহমান, বিটিটিআইয়ের পরিচালক শ্যামল চন্দ্র সরকার প্রমুখ বক্তব্য রাখেন।

বিস্তারিত

নিত্যপণ্য

রমজানে কম দামে নিত্যপণ্য পাচ্ছে না ক্রেতারা

যশোরে টিসিবির ৮৭ জন ডিলারের কেউই পণ্য উত্তোলন করেনি। রমজানের আগে এসব ডিলারদের মাধ্যমে ভোক্তাদের কাছে সুলভমূল্যে ছোলা, চিনি, মসুর ডাল ও ভোজ্য তেল বিক্রি করার কথা থাকলেও জেলায় এ ধরনের কার্যক্রম শুরু হয়নি। ফলে বেশি দামে বাজার থেকে পণ্য কিনতে হচ্ছে রোজাদারদের।

সূত্র মতে, বাণিজ্য মন্ত্রণালয় টিসিবির (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) মাধ্যমে প্রতি রোজার আগে সারা দেশে ছোলা, চিনি, ভোজ্য তেল ও মসুর ডাল বিক্রি করে। এজন্য প্রতি জেলায় ডিলার নিয়োগ করে প্রতি কেজি চিনি ৪৮ টাকা, ছোলা ৭০ টাকা ও মসুর ডাল ৮৯ টাকা ৯৫ পয়সা দরে বিক্রি করে থাকে। টিসিবির খুলনা কার্যালয় থেকে এই বিভাগের পণ্য সরবরাহ করা হয়। সেই অনুযায়ী যশোর জেলায় ৮৭ টি ডিলার নিয়োগ দেয় কর্তৃপক্ষ। এরমধ্যে সদরে ৩০, ঝিকরগাছায় ৫, চৌগাছায় ৩, কেশবপুরে ১৭, বাঘারপাড়ায় ৩, অভয়নগরে ১১ ও মণিরামপুরে আছে ১৭টি। কিন্তু রমজানের চারদিন পার হয়ে গেলেও জেলার ডিলাররা কোনো পণ্য উত্তোলন করেননি। ফলে সরকার যে উদ্দেশ্যে টিসিবির কার্যক্রম চালু করেছিলেন যশোরে এর সুফল মেলেনি।

জানা যায়, টিসিবির পণ্য আড়তে ও ট্রাকে করে দুই ভাবে বিক্রি হয়। খোলা বাজারে ট্রাকে করে টিসিবি’র পণ্য বিক্রির জন্য একজন ডিলার প্রতি কিস্তিতে ৩০০ থেকে ৪০০ কেজি চিনি, ১৫০ থেকে ২০০ কেজি মসুর ডাল, ছোলা ৪০০ থেকে ৮০০ কেজি ও সয়াবিন তেল ৩০০ থেকে ৪০০ লিটার বরাদ্দ পায়। আর দোকানে বসে বিক্রির জন্য চিনি ৪০০ থেকে ৫০০ কেজি, মসুর ডাল ২০০ থেকে ৩০০ কেজি, ছোলা ৫০০ থেকে ১০০ কেজি ও সয়াবিন ২০০ থেকে ৪০০ লিটার বরাদ্দ পায় ডিলাররা। কিন্তু পরিবহন খরচের অযুহাতে ডিলাররা পণ্য উত্তোলন করেননি। বিক্রিও করছেন না। 

এদিকে বিষয়টি জেলা প্রশাসন বুঝতে পেরে সম্প্রতি যশোর ডিলারদের সাথে বৈঠক করেছে। সেখানে ডিলাররা দাবি করেছেন খুলনা থেকে বরাদ্দকৃত পণ্য নিয়ে এসে বিক্রির পর কোনো মুনাফা থাকে না। বিশেষ করে নির্ধারিত বরাদ্দের পরিমাণ কম থাকায় পরিবহন ব্যয় বেশি হয়। তখন জেলা প্রশাসন থেকে গাড়ির সুবিধা দেয়ার আশ্বাস দেয়া হয় ডিলারদের। কিন্তু তারপরও ডিলাররা পণ্য বিক্রিতে তেমন আগ্রহী হয়নি।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোরের সহকারী পরিচালক সোহেল শেখ জানান, এখন পর্যন্ত কোনো ডিলার পণ্য উত্তোলন করেনি। এতে ক্রেতারা সুবিধা বঞ্চিত হচ্ছে। শিগগিরই যাতে এ কার্যক্রম শুরু করা যায় এজন্য বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশনের খুলনা অঞ্চলিক কার্যালয়ে যোগাযোগ অব্যাহত রেখেছেন। অন্যদিকে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথেও আলোচনা করছেন।

বিস্তারিত

বাজার

দাম কমেনি, বরং বেড়েছে

রোজার আগে হঠাৎ করেই দাম বেড়েছিল নিত্যপ্রয়োজনীয় পণ্যের। রোজা শুরুর সঙ্গে সঙ্গে সবজির বাজারও চড়া হয়। রোজার তিন দিন অতিক্রম করলেও দাম কমেনি, বরং বেড়েছে বেশ কিছু পণ্যের দাম।

খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা বলছেন, যেকোনো উৎসবেই জিনিসপত্রের চাহিদা বেড়ে যায়। আর এ সুযোগে দামও বাড়ে। যেমনটি রোজার আগে ঘটেছে, যা এখনো অব্যাহত আছে।

রাজধানীর যাত্রাবাড়ী, স্বামীবাগ, কাপ্তানবাজার, সেগুনবাগিচা, শান্তিনগর বাজারে গিয়ে দেখা গেছে, প্রতিকেজি বেগুন বিক্রি হচ্ছে ৮০ টাকা থেকে ১০০ টাকায়, কাঁচামরিচ ৮০ টাকা থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। তা ছাড়া প্রতিকেজি পেঁপে ৪০ টাকা থেকে ৪৫ টাকায় (গত সপ্তাহে ছিল ৩০ টাকায়), শসা ৬০ টাকা থেকে ৭০ টাকায় (গত সপ্তাহে বিক্রি হয়েছে ৩০ টাকা), গাজর ৫০ টাকা থেকে ৬০ টাকা, টমেটো ৪৫ টাকা থেকে ৫০ টাকা (গত সপ্তাহে ছিল ৩০-৩৫ টাকা), ধনিয়া পাতা ২০০থেকে ২৫০ টাকা বিক্রি হচ্ছে।

গরুর মাংস
সিটি করপোরেশন থেকে প্রতি কেজি গরুর মাংস ৪২০ টাকা নির্ধারণ করে দিলেও দুয়েকটি বাজারে ২০ টাকা বাড়তি দামে বিক্রি করতে দেখা গেছে।

ছোলা
বাজারে অস্ট্রেলিয়া থেকে আমদানি করা ভাল মানের ছোলা বিক্রি হচ্ছে ১১০ থেকে ১১৫ টাকা। এ ছাড়া ‍মানভেদে প্রতিকেজি ছোলা ৯৫ থেকে ১১০ টাকায় বিক্রি হচ্ছে।

‍তবে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) অস্ট্রেলিয়া থেকে আমদানি করা ছোলা খোলা বাজারে ট্রাক সেলে প্রতিকেজি ৭০ টাকায় বিক্রি করছে।

চিনি
খুচরা বাজারে প্রতিকেজি চিনি ৬০ টাকা থেকে ৬৫ টাকায় বিক্রি হচ্ছে। টিসিবি প্রতিকেজি চিনি দেশি চিনি ৪৮ টাকায় বিক্রি করছে।

ডাল
খুচরা বাজারে মানভেদে প্রতিকেজি মসুর ডাল ১৫০ টাকা থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। তা ছাড়া অ্যাংকর (বুটের) ডাল ৬০-৬২ টাকায়, খেসারির ডাল ৮০ থেকে ৮৫ টাকা, বুটের ডালের বেসন ১২০ টাকা, অ্যাংকর ডালের বেসন ৮০ টাকা বিক্রি হচ্ছে। টিসিবি মশুর ডাল ৮৯ টাকা ৯৫ পয়সায় বিক্রি করছে।

পেঁয়াজ
খুচরা বাজারে মানভেদে প্রতিকেজি দেশি পেঁয়াজ ৪০ থেকে ৫০ টাকায় এবং আমদানি করা পেঁয়াজ ৩০ থেকে ৩৫ টাকা বিক্রি করতে দেখা গেছে।

রসুন
বাজারে চীন থেকে আমদানি করা রসুন ২০০ টাকা থেকে ২২০ টাকায় এবং দেশি রসুন ১২০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।

ব্রয়লার মুরগি
বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭৫ টাকা থেকে ১৮৫ টাকা বিক্রি হচ্ছে।

সয়াবিন তেল
বাজারে প্রতিকেজি খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে ৮৫ টাকা থেকে ৯৫ টাকায়। পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ৪৫০ টাকা থেকে ৪৫৫ টাকায়। এক লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ৯২ টাকা থেকে ৯৫ টাকায়। তবে সরকারি সংস্থা টিসিবি প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি করছে ৮০ টাকায়।

বিস্তারিত

দাম বেড়েছে

দাম বেড়েছে মুরগির, অপরিবর্তিত সবজি

রাজধানীর বাজারে ফার্মের মুরগি ও চিনির দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে অপরিবর্তিত দামে বিক্রি হচ্ছে কাঁচা সবজি, পেঁয়াজ, রসুন, আদা।

রোজার মাসের প্রথম সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার রাজধানীর পাইকারি ও খুচরা বাজারের ক্রেতা-বিক্রেতারা এমন তথ্য জানান।

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, এ সপ্তাহে বাজারে ২০ টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি এবং ৪০ টাকা বাড়তি দামে লেয়ার মুরগি।

চলতি সপ্তাহে ব্রয়লার প্রতি কেজি ১৮০ টাকা, লেয়ার প্রতি কেজি ২২০ টাকায় বিক্রি হচ্ছে। আকারভেদে দেশি মুরগি কেজি প্রতি বিক্রি হচ্ছে ৩৫০ টাকা। পাকিস্তানি মুরগি বিক্রি হচ্ছে পিস ২৮০ টাকা।

কয়েক সপ্তাহ ধরে বেড়ে যাওয়া দামেই বাজারভেদে মসুর ডাল (দেশি) ১৫০ টাকা, ছোলা ৯০ থেকে ৯৫ টাকায় বিক্রি হচ্ছে। আর কেজি প্রতি তিন টাকা বাড়তি দামে ৬৫ টাকায় বিক্রি হচ্ছে চিনি।

এদিকে, অপরিবর্তিত দামে আলু ২৫ টাকা, আদা ৬০ টাকা, পেঁয়াজ (দেশি) ৪২ থেকে ৪৫ টাকা, আমদানি পেঁয়াজ ২৮ থেকে ৩২ টাকায় বিক্রি হচ্ছে। আর বৃদ্ধি পাওয়া দামে প্রতি কেজি রসুন (আমদানি) ২১০ থেকে ২২০ টাকায়, দেশি রসুন ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।

ফার্মের মুরগির ডিমের হালি ৩০ টাকা (ডজন ৯০) টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া হাঁসের ডিমের হালি ৩৫ টাকা (ডজন ১০০ টাকা) ও দেশি মুরগির ডিমের হালি ৫০ টাকায় (ডজন ১৫০ টাকা) বিক্রি হচ্ছে।

এদিকে অপরিবর্তিত দামে ঢেঁড়স ৫০ টাকা, ঝিঙা ৫০ টাকা, পটল ৫০ টাকা, সব ধরনের শাক ২০ থেকে ৩০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, গাজর ৫০ টাকা, কাঁচা মরিচ ৮০ টাকা, ধনেপাতা ২০০ টাকা, পেঁপে ৪০ টাকা, শসা ৫০ টাকা, টমেটো ও করলা ৫০ থেকে ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

আর সিটি করপোরেশন নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে গরু, খাসির মাংস।

রাজধানীর বাজারে আগের দামেই রুই মাছ (ছোট) কেজি ২৬০ টাকা, বড় ২৮০ টাকা, ছোট কাতলা ২৫০ টাকা, বড় ৩০০ টাকা, চিংড়ি (ছোট) ৪০০ টাকা, তেলাপিয়া ১৬০ থেকে ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বিস্তারিত

অ্যাক্রেডিটেশন দিবস

বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস আজ

বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস আজ বৃহস্পতিবার। এবারের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে ‘অ্যাক্রেডিটেশন: সরকারি নীতি নির্ধারণে সহায়তা করে’। দিবসের তাত্পর্য ব্যাখ্যা করে ইন্টারন্যাশনাল ল্যাবরেটরি অ্যাক্রেডিটেশন কো-অপারেশন (আইএলএসি) ও ইন্টারন্যাশনাল অ্যাক্রেডিটেশন ফোরাম (আইএএফ) একটি যুক্ত বিবৃতিও প্রদান করেছে।

দিবসটি উপলক্ষে বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) যৌথ উদ্যোগে ঢাকার মতিঝিলস্থ ডিসিসিআই মিলনায়তনে এক সেমিনার আয়োজন করে। বিভিন্ ল্যাবরেটরির সাথে জড়িত ব্যক্তিগণ, অ্যাক্রেডিটেশন ব্যক্তিত্ব, ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তা, শিক্ষক ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিজ্ঞ আলোচকরা আলোচনা সভায় অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। 


দিবসটির তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ টেলিভিশন একটি টকশো সম্প্রচার এবং মোবাইল ফোন অপারেটররা ক্ষুদে বার্তা প্রেরণ করবে।

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড এই দিবসটি উপলক্ষে প্রচার সামগ্রী, ব্যাগ, কলম, বুকলেট, বর্ণিল স্যুভেনির এবং পোস্টার প্রকাশ করেছে।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী প্রদান করেছেন।

রাষ্ট্রপতি তার বাণীতে উল্লেখ করেছেন, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) দক্ষতা ও আন্তর্জাতিক মান বজায় রেখে বিভিন্ন পরীক্ষাগার, সনদ প্রদানকারী সংস্থা ও পরিদর্শন সংস্থাকে অ্যাক্রেডিটেশন প্রদানের ফলে দেশীয় পণ্য ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর উপর দেশি-বিদেশি ভোক্তাদের আস্থা সৃষ্টি হচ্ছে।

তিনি বলেন, অ্যাক্রেডিটেশন প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা, দক্ষতা ও বিশ্বস্ততা বজায় রাখা অত্যন্ত জরুরি। তাঁর বিশ্বাস বিএবি জাতীয় স্বার্থে তাদের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে আন্তর্জাতিক মান অব্যাহত রাখতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে উল্লেখ করেছেন, বর্তমান সরকার বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে একটি মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করার লক্ষ্যে ‘রূপকল্প-২০২১’ ও ‘রূপকল্প-২০৪১’ বাস্তবায়ন করে যাচ্ছে।


এছাড়া জাতিসংঘ ঘোষিত ‘টেকসই উন্নয়ন লক্ষ্য’ বাস্তবায়নে ইতিমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

বিস্তারিত

ইসলামী ব্যাংক

ইসলামী ব্যাংকের নির্বাহীদের মতবিনিময় সভা

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ঊর্ধ্বতন নির্বাহীদের এক মতবিনিময় সভা গত শনিবার ইসলামী ব্যাংক টাওয়ারের মোহাম্মদ ইউনুস অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। 

ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান নির্বাহী মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান এম আযীযুল হক, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আহ্সানুল আলম, অডিট কমিটির চেয়ারম্যান হেলাল আহমেদ চৌধুরী ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান সামীম মোহাম্মদ আফজাল। ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর, বিভাগীয় প্রধান, জোন প্রধান ও প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীগণ এতে উপস্থিত ছিলেন। 

ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার প্রধান অতিথির বক্তব্যে বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ সরকারসহ সকল নিয়ন্ত্রক সংস্থা ও ইসলামী শরিয়াহ নীতিমালা পরিপালনে বদ্ধপরিকর। এ ব্যাংক দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণে অবদান রাখছে।

ইসলামী ব্যাংকের কল্যণমুখী কার্যক্রম আরো গণমুখি করতে তিনি সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন। 

বিস্তারিত

ইসলামী ব্যাংক

রোজাদার পথচারীদের পাশে ইসলামী ব্যাংক

রমজান মাসে ঢাকা ও চট্টগ্রাম শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ১ লাখ ৫০ হাজার পথচারী রোজাদারের মধ্যে ইফতার বিতরণের কর্মসূচি নিয়েছে ইসলামী ব্যাংক।

মঙ্গলবার ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে ইফতার বিতরণের মাধ্যমে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল মান্নান মাসব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ডেভেলপমেন্ট উইংয়ের প্রধান মো. মোশাররফ হোসাইন এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বিজনেস প্রমোশন অ্যান্ড মার্কেটিং ডিভিশন প্রধান ড. কামাল উদ্দিন জসিম উপস্থিত ছিলেন।

কর্মসূচির আওতায় ঢাকা মহানগরীর ৮টি এবং চট্টগ্রাম মহানগরীর ২টি গুরুত্বপূর্ণ জায়গায় প্রতিদিন ৫ হাজার প্যাকেট ইফতার বিতরণ করা হবে।

বিজ্ঞপ্তি।

বিস্তারিত

কোকা-কোলা

রমজানে কোকা-কোলার মাসব্যাপী ক্যাম্পেইন শুরু

পরিবার পরিজন ও কাছের মানুষকে নিয়ে একসাথে ইফতার বা সেহরি করার আনন্দকে বাড়িয়ে দিতে এবছর রোজা উপলক্ষে কোকা-কোলা বাংলাদেশে মাসব্যাপী বিভিন্ন ক্যাম্পেইন চালু করেছে। সোমবার এক সংবাদ সম্মেলনে এই কার্যক্রমের উদ্বোধন ঘোষণা হয়।

এই ক্যাম্পেইনে থাকছে পরিবার ও বন্ধুদের নিয়ে সারাদিন রোযা রাখার পর ইফতার বা একই ছাদের নিচে বিভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের সেহরি উপভোগের অনন্য সুযোগ। সবার মাঝে সবার সাথে রমজানের তাৎপর্যপূর্ণ মহিমার প্রতিফলনই হচ্ছে এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য।

প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন কোকা-কোলা বাংলাদেশ এর পিআর অ্যান্ড কমিনিউকেশনস ম্যানেজার শামিমা আক্তার, কোকা-কোলা বাংলাদেশ এর ম্যানেজিং ডিরেক্টর শাদাব আহমেদ খান, ইন্টারন্যাশনাল বেভারেজ প্রাইভেট লিমিটেড এর কমার্শিয়াল ডিরেক্টর সুবীর চ্যাটার্জী, ঢাকা ফুডিজ এর প্রতিষ্ঠাতা আশিকুর রহমান এবং রেডিও ফুর্তি এর চিফ অপারেটিং অফিসার অ্যান্ড ডিরেক্টর মো. রেজাউল হক।

আপনজনকে কাছে আনা এবং ভালোবাসার মানুষের সাথে একত্রে ভাগাভাগি করে খাবার খাওয়ার ঐতিহ্যে সামিল হওয়া কোকা-কোলা বাংলাদেশ তাদের মাসব্যাপী এই ক্যাম্পেইনের আওতায় গ্রাহকদের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সম্পৃক্ত রাখার আশা করছে।

ক্যাম্পেইনের অন্যতম একটি কার্যক্রম হচ্ছে ‘বাসায় ইফতার’, যা রেডিও ফুর্তির সাথে যৌথভাবে চলবে ২২ রমযান পর্যন্ত। যেখানে রেডিও ফুর্তিতে রমজানের আগের দিন থেকে শুরু হওয়া অনুষ্ঠানে একটি প্রশ্ন করা হবে। আগ্রহীরা তাদের নাম, ঠিকানা এবং প্রশ্নের সঠিক উত্তর দিয়ে অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করতে পারবেন।

সবচেয়ে সৃজনশীল উত্তরদাতাকে দেয়া হবে তাদের পরিবার পরিজন ও বন্ধু বান্ধদের সাথে নিয়ে একটি জনপ্রিয় রেস্তরায় এক কেস কোকা- কোলাসহ ইফতার করার সুযোগ। এছাড়া আরও থাকছে পুরো ক্যাম্পেইনের ২২ জন বিজয়ীকে নিয়ে কোকাকোলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের সাথে লাঞ্চ।

এছাড়াও গত বছরের মতো এবারও খাকছে থাকছে বহুল প্রত্যাশিত ‘সেহেরী নাইটস’ যা আগামী আগামী ২৪ ও ২৫শে জুন অনষ্ঠিত হবে। যেখানে থাকছে একই ছাদের নিচে ঢাকার বিভিন্ন রেস্টুরেন্টের বিভিন্ন স্বাদের খাবারের সমাহার।

এর বাইরে আরও থাকছে, পুরো রমজান জুড়ে শহরের বেশ কিছু প্রসিদ্ধ ও জনপ্রিয় রেস্তোরায় কোকা-কোলার সৌজন্যে বেশ কিছু আকর্ষণীয় অফার।

কোকাকোলা বাংলাদেশ এর ম্যানেজিং ডিরেক্টর শাদাব খান বলেছেন ‘অনেকদিন থেকেই কোকা-কোলা বাংলাদেশে রমজানের ঐতিহ্যের অংশীদার।

আমরা রমজানে বাসায় ইফতার ও সেহেরি নাইটের মত ক্যাম্পেইন শুরু করতে পেরে অনেক আনন্দিত যেখানে আমরা বিশ্বাস করি পরিবার পরিজন নিয়ে একসাথে আনন্দ ও পরিতৃপ্তি নিয়ে ভাগাভাগি করে খাওয়ার মাঝেই রয়েছে রমজানের মহিমা।

আমরা এই আসন্ন মহান মাসটিকে স্বাগত জানাই এবং আশা করছি আমাদের এই ক্যাম্পেইন সাধারণ মানুষকে তার পরিবার পরিজনদের নিয়ে ভালো কিছু মুহূর্ত কাটানোর সূযোগ করে দেবে।

বিস্তারিত

বিকাশ-ল্যাবএইড

বিকাশে দেয়া যাবে ল্যাবএইডের বিল

এখন থেকে ল্যাবএইড হাসপাতালে (ডায়াগনস্টিক) চিকিৎসা সেবা সংক্রান্ত বিল প্রদান করতে পারবেন বিকাশ দিয়ে। এ বিষয়ে বিকাশ ও ল্যাবএইডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

রোববার বিকাশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ চুক্তির ফলে ল্যাবএইডের (ডায়াগনস্টিক) সকল শাখায় বিলের পেমেন্ট বিকাশ করা যাবে। বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার রেজাউল হোসেন এবং ল্যাবএইডের হেড অব বিজনেস মোস্তফা মাহবুব হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

বিকাশগ্রাহককে প্রথমে *২৪৭# এ ডায়াল করে বিকাশ মেন্যুতে যেয়ে ‘৩’ নির্বাচিত করে ‘পেমেন্ট’ পছন্দ করতে হবে। এরপরে বেশ কিছু ধাপ অনুসরণ করে সেবাটি গ্রহণ করা যাবে।

বিস্তারিত

Next
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

কোলোন ক্যান্সার প্রতিরোধে নিয়মিত খেতে হবে ৯টি খাবার

নিম্ন মধ্যবিত্তের স্বপ্নপূরণের বাধা দূর করার আহ্বান

নৈরাজ্য করলে কঠোর হাতে দমন : স্বরাষ্ট্রমন্ত্রী

অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে সরকার

তাইওয়ানে ৬.৪ মাত্রার ভূমিকম্প

বিএনপির সাবেক এমপি হাসান উদ্দিন সরকারসহ আটক ৬

সংবাদ সম্মেলনে আসছেন খালেদা জিয়া

নাশকতা মোকাবিলায় আওয়ামী লীগের ব্যাপক প্রস্তুতি

প্রয়োজনে সাংবাদিকদের পক্ষে মামলা লড়বেন আইনমন্ত্রী

হাবিবুন নবী খান সোহেল আটক

  • প্রচ্ছদ
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত উত্তরা নিউজ
২০১৩-২০১৬

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ তারেকউজ্জামান খান
বাড়িঃ ১২৫(৩য় তলা), রানাভোলা এভিনিউ রোড, সেক্টরঃ ১০,
উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
মোবাঃ ০১৭১২২৬৩৮৯৬
ই-মেইলঃ info@uttaranews24.com, uttaranewsbd24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি